Anurag Basu to direct Ravindra Kaushik biopic: ভারতের সেরা স্পাইকে নিয়ে বায়োপিক অনুরাগের

রবীন্দ্র কৌশিককে নিয়ে বায়োপিক আনছেন অনুরাগ

photo credit twiter

রবীন্দ্র কৌশিক, যাকে ভারতের অন্যতম সেরা স্পাই হিসেবে বিবেচনা করা হয়। এবার সেই স্পাই এর গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অনুরাগ কশ্যপ।ছবিটি প্রোডিউস করবেন আর বিবেক, অশ্মিন শ্রীভাতসঙ্গম, এবং দিব্যা ধামিজা এবং অনুরাগ নিজেও।

সম্প্রতি ''মেট্রো ইন দিনো"  ছবির শ্যুট শেষ করেছেন অনুরাগ। নতুন এই  ছবিতে অভিনয়ে দেখা যাবে আদিত্য রায়, সারা আলি খান, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, ফাতিমা সানা শেইখ, অনুপম খের , আলি ফজল, নীনা গুপ্তাকে।

স্পাই চরিত্রের গল্প নিয়ে অনেক ছবিই তৈরি হয়েছে বলিউডে। পাঠান ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। অনুরাগের এই নতুন স্পাই ছবি যে সফল হবে তা আশা করাই যায়।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)