Allu Arjun Arrest: কফিতে চুমুক দিতে দিতেই পুলিশের গাড়িতে উঠলেন অল্লু, স্ত্রীকে নিশ্চিন্ত করলেন চুম্বন
কফিতে চুমুক দিচ্ছেন আর সকলের সঙ্গে হাসিমুখে কথাবার্তা বলছেন অল্লু। তবে স্বামীর গ্রেফাতারির বিষয়ে কিছুটা চিন্তার ছায়া দেখা গিয়েছে স্ত্রীর চোখেমুখে।
পুষ্পা ২-র (Pushpa 2) প্রিমিয়ারে এসে ভিড়ের মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। সেই ঘটনার জেরে এবার আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। শুক্রবার ১৩ ডিসেম্বর তেলুগু অভিনেতার বাড়িতে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করে তাঁকে আনা হয়েছে হায়দরাবাদের চিক্কাদপল্লী থানায়। অভিনেতার বাড়িতে পুলিশ পৌঁছনোর পরেই সেখানে ভিড় জমে সাংবাদিকেরা। অল্লুকে থানায় নিয়ে আসার আগে ভাইরাল এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়ির নীচে পুলিশের দলের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি (Sneha Reddy)। অভিনেতার হাতে কফির কাপ। কফিতে চুমুক দিচ্ছেন আর সকলের সঙ্গে হাসিমুখে কথাবার্তা বলছেন। তবে স্বামীর গ্রেফাতারির বিষয়ে কিছুটা চিন্তার ছায়া দেখা গিয়েছে স্ত্রীর চোখেমুখে। অল্লু তাঁকে সান্ত্বনা দিয়ে গালে চুম্বন এনে হাসি মুখে রওনা দেন থানার উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ পুষ্প ২-প্রিমিয়ারে মৃত্যু মহিলার, অল্লু অর্জুনকে গ্রেফতার করে আনা হল থানায়
চাপের কাপে চুমুক অল্লুর...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)