Tollywood: টলিপাড়ার সমস্যা সমাধানে নবান্নে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিচালক-অভিনেতারা, জট কি কাটল?

পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস ও দেব নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন।

Actor-Directors at Navanna (Photo Credit: Facebook)

কলকাতা: টলিপাড়ার সমস্যা সমাধানে নবান্নে পৌঁছলেন অভিনেতা-পরিচালকরা (Actor-Directors)। সোমবার সকাল থেকে অচল রয়েছে টলিউড, বন্ধ রয়েছে সমস্ত সিনেমা ও সিরিয়ালের শুটিং। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে শুরু হয় বিতর্ক, তারপর থেকে টেকনিশিয়ানদের অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে থমকে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি। ডিরেক্টরস গিল্ড ও ফেডারেশন গিল্ডের মধ্যে মধ্যস্থতায় তৃতীয় পক্ষর দাবি ওঠে। আইন বোঝেন-জানেন এমন এক নিরপেক্ষ এক বা একাধিক ব্যক্তির উপস্থিতির আবেদন জানানো হয়। এরই মধ্যে পরিচালক-অভিনেতদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন। পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস ও দেব নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন।

নবান্ন থেকে বেরিয়ে অভিনেতা দেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আশা করছি সন্ধ্যার মধ্যে সব সমাধান হয়ে যাবে। আগামীকাল থেকে আবার শুটিং শুরু হবে। সমস্ত প্রযুক্তিবিদ, প্রযোজক, পরিচালক এবং সমস্ত স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাই।'

দেখুন

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif