Vikrant Massey-Shanaya Kapoor: 'লভ ইস ব্লাইন্ড', অন্ধ বিক্রান্তের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শানায়া, গান্ধারীর মত বাঁধলেন নিজের চোখ, ভাইরাল ভিডিয়ো
নাম আখোঁ কি গুসতাখিয়াঁ (Aankhon Ki Gustakhiyan)। যেখানে বলা হচ্ছে 'লভ ইস ব্লাইন্ড'। অভিনয় করছেন বিক্রান্ত মাসে (Vikrant Massey) এবং শানায়া কাপুর। দ্বিতীয় নামেই চমক। অভিনেতা সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের কন্যা শানায়া (Shanaya Kapoor) বলিউডে পা রাখছেন বিক্রান্তের সঙ্গে। যেখানে বিক্রান্ত মাসে এবং শানায়া কাপুরকে দেখা যাবে অন্ধ দম্পতির ভূমিকায়। ভালবাসায় পরিপূর্ণ আখোঁ কি গুসতাখিয়াঁ (Aankhon Ki Gustakhiyan Teaser) এর টিজ়ার প্রকাশ্যে এসেছে। যার এক ঝলক এবং গানে মন ভরে গিয়েছে দর্শকের। বিক্রান্ত মাসের অভিনয় বরাবর পছন্দ করেন দর্শক। একেবারে অন্য ধারার অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নিয়েছেন বিক্রান্ত। তাঁর সঙ্গে নবাগতা শানায়া কাপুর কেমন অভিনয় করবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে শানায়ার সৌন্দর্যে দর্শক কুপোকাত। এবার তাঁর অভিয় দেখার আশায় বলে দর্শকরা। প্রসঙ্গত এর আগে গুরু রনধাওয়ার সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োতে সামনে আসেন শানায়া। যেখানে তাঁর নাচ নিয়ে বহু কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এবার দেখা যাক, আখোঁ কি গুসতাখিয়াঁ তে কেমন অভিনয় করেন সঞ্জয়-কন্যা শানায়া। বলিউডে ইতিমধ্যেই পা রেখেছেন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। রয়েছেন অর্জুন কাপুরও। এবার তারকা পরিবারের আরও এক সন্তান দর্শকের মন জয় করতে।
দেখুন আখোঁ কি গুসতাখিয়াঁ এর টিজ়ার...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)