Jackie Shroff Roasts Son Tiger Shroff: 'ছোটি বাচ্চি হো কেয়া', ভাইরাল সংলাপ ঘিরে বাবা জ্যাকির কাছে এবার ট্রোল হলেন টাইগার, দেখুন
গাড়ি চালাতে চালাতে জোরে ব্রেক কষে প্রবীণ অভিনেতা বলে ওঠেন, 'ছোটি বাচ্চি হো কেয়া'। যা তাঁরই ছেলে টাইগার শ্রফ অভিনীত ২০১৪ সালের 'হিরোপন্তি' ছবির সংলাপ।
মুক্তি পেয়েছে হাউসফুল ৫-এর (Housefull 5) ট্রেলার। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত তারকায় ঠাসা ছবির ট্রেলার জুড়ে রয়েছে ভরপুর কমেডি। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ, চাঙ্কি পান্ডে, নানা পটেকার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, চিত্রাঙ্গদা সিংহ-সহ আরও অনেকে রয়েছে এই ছবিতে। হাউসফুল ৫-এর ট্রেলারে জ্যাকি শ্রফের একটি সংলাপ নেটবাসীকে আকর্ষণ করেছে। গাড়ি চালাতে চালাতে জোরে ব্রেক কষে প্রবীণ অভিনেতা বলে ওঠেন, 'ছোটি বাচ্চি হো কেয়া'। যা তাঁরই ছেলে টাইগার শ্রফ অভিনীত ২০১৪ সালের 'হিরোপন্তি' (Heropanti) ছবির সংলাপ। টাইগারের সেই সংলাপ নিয়ে নেটপাড়ায় তুমুল ট্রোল চলেছে এক সময়ে। এবার ছেলেকে রোস্ট করলেন খোদ বাবা।
আরও পড়ুনঃ আসল জলি কে? আটশো কোটির মালিক হবে কে? সাজিদের 'হাউসফুল ৫'-এ তারকার মেলা, মুক্তি পেল ট্রেলার
ছেলে টাইগারকে রোস্ট করলেন বাবা জ্যাকিঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)