Maruti Suzuki Baleno, XL6, and Ertiga get new connectivity feature : নতুন কানেক্টিভি ফিচার্স মারুতির এই গাড়িগুলিতে

বেশ কিছু মডেলে নতুন কানেক্টিভিটি ফিচার্স দিচ্ছে মারুতি। নতুন বালোনো, এক এল সিক্স এবং আরটিগা মডেলগুলিতে পাওয়া যাবে এই ফিচার্সগুলি

মারুতি সুজুকি(Photo Credit: Twitter)

বেশ কিছু মডেলে নতুন কানেক্টিভিটি ফিচার্স দিচ্ছে মারুতি। নতুন বালোনো, এক এল সিক্স এবং আরটিগা মডেলগুলিতে পাওয়া যাবে এই ফিচার্সগুলি। এই ফিচার্সের মাধ্যমে ওয়ারলেস অ্য়াপেল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটির মতন ফিচার্সগুলি ব্যবহার করতে পারবে ক্রেতারা।

টার্ন বাই টার্ন নেভিগেশন থাকছে ৩ টি গাড়ির মডেলগুলিতে।তবে শুধু নতুন গাড়িগুলিই নয় এই মডেলের চলতে থাকা গাড়িগুলিতেও এই সুবিধা পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ক্রেতারা সহজেই অ্যান্ডড্রয়েড স্মার্টফোন অথবা মারুতি সুজুকির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে এই সফর্টওয়্যারটি।

তবে এই  মডেলগুলিই শুধু নয়, সুজুকির ভিতারা ব্রেজা এবং গ্র্যান্ড ভিতারাতেও এই ধরনের সুবিধা আগে থেকেই রয়েছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now