Dangerous Bike Stunt: মুম্বইয়ের রাস্তায় দুই যুবতীকে বাইকে বসিয়ে বিপজ্জনক কেরামতি যুবকের, ভয়ানক ভিডিয়ো

দুই যুবতীকে বাইকে বসিয়ে বিপজ্জনক কেরামতি দেখাচ্ছে এক যুবক। তার সঙ্গে সমানভাবে সহযোগিতা করতে দেখা যাচ্ছে দুই যুবতীকেও। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানা এলাকায় ঘটা এই ঘটনার ১৩ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ।

Photo Credits: Youtube

মুম্বই: দুই যুবতীকে বাইকে বসিয়ে বিপজ্জনক কেরামতি (Dangerous Bike stunt) দেখাচ্ছে এক যুবক। তার সঙ্গে সমানভাবে সহযোগিতা করতে দেখা যাচ্ছে দুই যুবতীকেও। মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা কুরলা কমপ্লেক্স (Bandra Kurla Complex) থানা এলাকায় ঘটা এই ঘটনার ১৩ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই ওই যুবক এবং দুই যুবতীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

দুই যুবতীর বিরুদ্ধে অতিরিক্ত একটি ধারায় মামলা দায়ের করার পাশাপাশি মুম্বই ট্র্যাফিক পুলিশের (Mumbai traffic police) তরফে আঞ্চলিক পরিবহন দফতরকে (Regional Transport office) বাইকের চালক ওই যুবকের গাড়ি চালানোর লাইসেন্স বাতিল (suspend the biker's licence) করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বিপজ্জনক কেরামতির ওই ভিডিয়োটি ১ লক্ষ ৪০ হাজার বার দেখা হয়ে গেছে। মুম্বই ট্র্যাফিক পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, যদি কেউ ভিডিয়োতে দেখা ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য জানেন তাহলে সোজাসুজি আমাদের মেসেজ করুন। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের করেছি। আরও পড়ুন: Leopard Plays With Man: ব্যস্ত রাস্তায় ব্যক্তির সঙ্গে খেলা করছে আস্ত চিতা বাঘ, দেখুন ভাইরাল দৃশ্য

দেখুন ভিডিয়ো: