Swiggy: স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে উপহারে কুকিজ,সুইগির উদ্যোগে আপ্লূত নেটবাসী
ডেলিভারি প্যাকেট খুলতে স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে বেরিয়ে এলো এক প্যাকেট চকোলেট কুকিজ। যা তিনি মোটেই অর্ডার করেননি। তা দেখে হতবম্ব সমীরা নামের ওই তরুণী।
অনলাইন ডেলিভারি অ্যাপ সুইগিতে (Swiggy) স্যানিটারি ন্যাপকিন অর্ডার করেছিলেন এক নেটিজেন। সময় মত অর্ডার চলেও আসে দোরগোড়ায়। অর্ডার নিয়ে ঘরে ঢুকতেই একেবাকে অবাক। ডেলিভারি প্যাকেট খুলতে স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে বেরিয়ে এলো এক প্যাকেট চকোলেট কুকিজ। যা তিনি মোটেই অর্ডার করেননি। তা দেখে হতবম্ব সমীরা নামের ওই তরুণী। টুইট করে সুইগির এমন অভিনব উদ্যোগের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। যদিও তিনি নিশ্চিত ছিলেন না এই কাজ কে করেছে, সুইগি নাকি যে দোকানদার। তবে তাঁর ধোঁয়াশা কাটিয়েছে স্বয়ং সুইগি।
দেখুন টুইটঃ
টুইট করে সমীরা লিখেছেন, ‘আমি সুইগিতে স্যানিটারি ন্যাপকিন অর্ডার করেছিলাম। অর্ডারের প্যাকেট খুলতেই স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে পেলাম এক প্যাকেট চকোলেট কুকিজ। যা আমি অর্ডার করিনি। ভীষণ আপ্লূত হয়েছি আমি। জানি না এটি কে করেছেন সুইগি নাকি দোকানদার’।
ওই তরুণীর টুইটের প্রত্তুতরে টুইট করেছে সুইগি। উত্তরে অনলাইন ডেলিভারি অ্যাপ সুইগি লিখে, ‘আমরা চেয়েছিলাম আপনার দিনটা সুন্দর হোক সমীরা’। সুইগির এমন চিন্তাশীল অভিব্যক্তি দেখে আপ্লূত হয়েছেন নেটবাসী।