Viral: টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ, ৫ লিটার পেট্রোল পুরস্কার পেলেন এই ক্রিকেটার

গত ১ মাস ধরে দেশজুড়ে প্রায় প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। পেট্রোপণ্যের নিয়মিত মূল্যবৃদ্ধিতে দেশবাসীর পকেট ফাঁকা হচ্ছে ক্রমশ। প্রিয় জ্বালানি তেল পেট্রোলের এমন ছ্যাঁকা খাওয়া দামে নাগরিকরা যে বিপন্ন তা বোঝাতে এক অভিনব বন্দোবস্ত করল মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal Cricketer) আয়োজিত এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তারা। টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচকে উপহার হিসেবে দেওয়া হল পেট্রোল। প্রায় পাঁচ লিটার পেট্রোল উপহার পেলেন চূড়ান্ত ম্যাচের সেরা খেলোয়াড়। ভোপালের কংগ্রেস নেতা মনোজ শুক্ল এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। গত ২৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল।

এই সেই উপহার (Photo Credits: Twitter)

ভোপাল, ২ মার্চ: গত ১ মাস ধরে দেশজুড়ে প্রায় প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। পেট্রোপণ্যের নিয়মিত মূল্যবৃদ্ধিতে দেশবাসীর পকেট ফাঁকা হচ্ছে ক্রমশ। প্রিয় জ্বালানি তেল পেট্রোলের এমন ছ্যাঁকা খাওয়া দামে নাগরিকরা যে বিপন্ন তা বোঝাতে এক অভিনব বন্দোবস্ত করল মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal Cricketer) আয়োজিত এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তারা। টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচকে উপহার হিসেবে দেওয়া হল পেট্রোল। প্রায় পাঁচ লিটার পেট্রোল উপহার পেলেন চূড়ান্ত ম্যাচের সেরা খেলোয়াড়। ভোপালের কংগ্রেস নেতা মনোজ শুক্ল এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। গত ২৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সালাউদ্দিন আব্বাসি নামের এক ক্রিকেটার সেরার শিরোপা জিতে নেন। তাঁকে পাঁচ লিটার পেট্রোল উপহার হিসেবে দেওয়া হয়। আরও পড়ুন-ED summoned Kunal Ghosh: সারদা কেলেঙ্কারি, ইডির তলবে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ

গত কয়েকদিন পেট্রোল ডিজেল একেবারে অগ্নিমূল্য। আজও জ্বালানি তেলের দাম বেড়েছে। দিল্লিতে এক লিটার পেট্রোল কিনতে হলে ৯১ টাকা ১৭ পয়সা খরচ করতে হচ্ছে। লিটার প্রতি ডিজেলের মূল্য সেখানে ৮১ টাকা ৪৭ পয়সা। দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৯০ টাকারও বেশি দামে। যেখানে ৮০ উপরে দাম যাচ্ছে ডিজেলের। মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের মূল্য ১০০ টাকা থেকে মাত্র ২ ঘর দূরে রয়েছে। এর আগে ভোপালে যখন প্রথম পেট্রোলের মূল্য সেঞ্চুরি ছাড়ায় তখন এখানকারই এক পেট্রোল পাম্পে এক হাতে হেলমেট ও অন্যহাতে ক্রিকেট ব্যাট নিয়ে সেঞ্চুরির উদযাপন করেছিলেন এক কংগ্রেস নেতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল।