Viral Video: নিজেই কল পাম্প করে জল খাচ্ছে হাতি! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো

কল পাম্প করে জল (Water) খাচ্ছে হাতি (Elephant)। আর সেই ভিডিয়ো ঝড়ের গতিতে হল ভাইরাল। ভিডিয়োটি শেয়ার করেছে জলশক্তি মন্ত্রক (Ministry of Jal Shakti)। ভিডিয়োতে দেখা গিয়েছে, জল পান করার জন্য হাতিটি শুঁড় দিয়ে কল পাম্প (Hand-Pump) করছে। কল দিয়ে খানিকটা জল বেরনোর পর এরপর সে শুঁড় দিয়ে জল খাচ্ছে।

Elephant Uses Hand-Pump To Get Water (Photo: Twitter)

কল পাম্প করে জল (Water) খাচ্ছে হাতি (Elephant)। আর সেই ভিডিয়ো ঝড়ের গতিতে হল ভাইরাল। ভিডিয়োটি শেয়ার করেছে জলশক্তি মন্ত্রক (Ministry of Jal Shakti)। ভিডিয়োতে দেখা গিয়েছে, জল পান করার জন্য হাতিটি শুঁড় দিয়ে কল পাম্প (Hand-Pump) করছে। কল দিয়ে খানিকটা জল বেরনোর পর এরপর সে শুঁড় দিয়ে জল খাচ্ছে। সম্ভবত হাতিটি অনেকক্ষণ তৃষ্ণার্ত ছিল। জঙ্গলের কাছাকাছি নদী, পুকুরের মতো প্রাকৃতিক জলের উৎস খুঁজে পায়নি। তাই তাকে চলে আসতে হয় লোকালয়ে।

ভিডিয়োটির মাধ্যমে জলশক্তি মন্ত্রকের পরিষ্কার বার্তা ছিল যে জল সংরক্ষণ করুন অথবা প্রাকৃতিক মিষ্টি জলের উৎস খোঁজার ঝামেলা নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আসলে হাতিটি প্রয়োজনের চেয়ে বেশি জল পাম্প করেনি। যতটুকু তার প্রয়োজন সে ততটুকুই পাম্প করে পান করেছে। আরও পড়ুন: Cake Cutting With iPhone: আইফোন দিয়ে জন্মদিনের কেক কাটল বিজেপি বিধায়কের ছেলে, ভাইরাল ভিডিয়ো

তাই মন্ত্রক ভিডিয়োটির ক্যাপশনে লিখেছে,"একটি হাতিও যদি জলের প্রতিটি ফোঁটার গুরুত্ব বুঝতে পারে। তাহলে কেন আমরা মানুষ এই অমূল্য সম্পদ নষ্ট করব।" ভিডিয়োটি এখনও পর্যন্ত ২৭ হাজার বার দেখা হয়েছে।



@endif