Viral Wedding Video: বিয়ের আসরেও হুঁশ নেই, হবু স্ত্রীর দিকে না তাঁকিয়ে বর মজে স্মার্টফোনে
কনে হাসি মুখে অথিতিদের স্বাগত জানাচ্ছে কিন্তু বর মগ্ন রয়েছেন তাঁর স্মার্ট ফোনে
নয়াদিল্লি: যার বিয়ে তাঁর হুস নেই, পাড়া পড়শির ঘুম নেই। সম্প্রতি এমনি এক কাণ্ড দেখা গেল। সোশ্যাল মিডিয়াতে একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বর-কনে করিডোর দিয়ে হেটে বিয়ের অনুষ্ঠানে উপস্তিত অথিতিদের মাঝে যোগ দিচ্ছেন, সেখানে কনে হাসি মুখে অথিতিদের স্বাগত জানাচ্ছে কিন্তু বর মগ্ন রয়েছেন তাঁর স্মার্ট ফোনে। চারপাশে কী ঘটে চলছে তা নিয়ে তাঁর কোনও ভ্রূক্ষেপ নেয়।
এক ব্যক্তি এই ভিডিওটি টুইট (Tweet) করেছেন। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, আমার শরীর এখানে আছে, কিন্তু আমার মন এখন এ শহরের বাইরে।
দেখুন টুইট