Viral Video: জীবন্ত সমাধিতে উন্নাও এর যুবক, বিতর্কিত ধর্মীয় রীতি থেকে উদ্ধার পুলিশের(দেখুন ভিডিও)

জীবন্ত সমাধি নিতে চলা এক স্থানীয় যুবককে উন্নাও পুলিশ উদ্ধার করেছে মঙ্গলবার। পী্যুষ রাই নামের একজন সাংবাদিক এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ।

Photo Credit_Twitter

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশের উন্নাও জেলা থেকে একটি বিতর্কিত ধর্মীয় রীতি প্রকাশ্যে এসেছে  মঙ্গলবার।  জীবন্ত সমাধি নিতে চলা এক স্থানীয় যুবককে উন্নাও পুলিশ উদ্ধার করেছে  মঙ্গলবার। পী্যুষ রাই নামের একজন সাংবাদিক এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ।

আশিওয়ান থানার ইনচার্জ অনুরাগ সিং বলেছেন যে তেজপুর গ্রামের কিছু লোক তাদের জানায় যে ২২ বছর বয়সী এক ব্যক্তি গ্রামের বাইরে সমাধি নিচ্ছেন। তার নাম শুভম কুমার। পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের সূত্রে জানা গেছে  তার বন্ধুরা তাকে এই বিতর্কিত প্রথায় সাহায্য করছিল। কোনোমতে ওই যুবককে উদ্ধার করেন তারা। ঘটনার সঙ্গে জড়িত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।