Disturbing Video: ষাঁড়ের গুঁতোয় ছিটকে পড়ল ৪ বছরের শিশু, দেখুন মর্মান্তিক দৃশ্যের ভিডিয়ো
শিশুটির চিৎকারের আওয়াজে ছুটে আসেন আশেপাশের মানুষজন। তড়িঘড়ি আহত শিশুকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। বছর চারেকের শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
লখনউ, ৯ মার্চঃ ৪ বছরের এক শিশুকে সিং দিয়ে গুঁটিয়ে পদদলিত করল পথচারী এক ষাঁড়। গুরুতর আহত অবস্থায় শিশু কন্যাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়ে দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
আরও পড়ুনঃ মর্মান্তিক, মালগাড়ির ইঞ্জিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চিতাবাঘের, দেখুন
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে গান্ধী পার্ক এলাকার ধনিপুর মণ্ডিতে একটি পথচারী ষাঁড় এসে আচমকাই সিং দিয়ে গুঁটিয়ে দেয় রাস্তায় দাঁড়িয়ে থাকে এক শিশুকে। ষাঁড়ের সিংয়ে সজোরে গোঁতা খেয়ে ছিটকে পরে শিশুটি। এখানেই বিরাম দেয়নি ষাঁড়টি। শিশুটিকে সিং দিয়ে গুঁতাতে গুঁতাতে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে গিয়ে তাঁর উপর চেপে বসে ষাঁড়। শিশুটির চিৎকারের আওয়াজে ছুটে আসেন আশেপাশের মানুষজন। তড়িঘড়ি আহত শিশুকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। বছর চারেকের শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ষাঁড়ের ধাক্কার গুরুতর আহত শিশু...
দৃশ্যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে বিপথগামী এক ষাঁড়কে সজোরে এসে সিং দিয়ে ধাক্কা মারতে দেখা গিয়েছে। পুলিশের এক মুখপাত্র সূত্রে খবর, পৌরসভার একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিপথগামী ওই ষাঁড়টিকে ধরার চেষ্টা চালাচ্ছে তাঁরা।