Viral Video: স্কুলে পড়াশোনার বালাই নেই, কাঠ কাটছে, পাথর ভাঙছে পড়ুয়ারা, দেখুন ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিয়ো দেখে জেহানাবাদের জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এমনকী, ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে বলেও আশ্বাস দেন জেহানাবাদের জেলাশাসক রিচি পান্ডে।
কাঠ কাটছে স্কুল পড়ুয়ারা (Student)। কেউ বা পাথর কাটছে, কেউ আবার মাটিতে গর্ত খুঁড়ছে। এমনই একটি ছবি উঠে এল বিহারের (Bihar) একটি সরকারি স্কুল থেকে। যেখানে একের পর এক পড়ুয়াকে মাটি খোড়া থেকে শুরু করে কাঠ কাটতে দেখা যায়। বিহারের স্কুল থেকে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। শিশু শ্রমে নিষেধাজ্ঞা জেনেও কেন পড়ুয়াদের দিয়ে ওই সব কাজ করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। জেহানাবাদের ওই সরকারি স্কুলে পড়ুয়াদের এমন কাজ দেখে নেটিজেনদের একাংশের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিয়ো দেখে জেহানাবাদের জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এমনকী, ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে বলেও আশ্বাস দেন জেহানাবাদের জেলাশাসক রিচি পান্ডে।
প্রসঙ্গত এই ভিডিয়োর সত্যটা কতটা, তা খতিয়ে দেখেনি লেটেস্টলি ডট কম।