Viral Video: আদর কাকে বলে? সংক্রান্তিতে জামাইয়ের পাতে ৩৭৯ রকমের খাবার শ্বশুর, শাশুড়ির
মকর সংক্রান্তিতে কোথাও গঙ্গা সাগরের মেলা আবার কোথাও লোহরি কিংবা পোঙ্গল, মেতে ওঠে গোটা দেশ। উৎসবের মেজাজকে আরও কিছুটা প্রলম্বিত করতে এবার অন্ধ্রপ্রদেশের এক দম্পতি তাঁদের নব বিবাহিত মেয়ে, জামাইয়ের জন্য যা করলেন, তা দেখলে অবাক হয়ে যেতে হবে।
জামাই আদর কাকে বলে? এই ভিডিয়ো না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না, ভারতবর্ষে (India) জামাইদের কীভাবে আদরযত্ন করেন তাঁদের শ্বশুরবাড়ির লোকজন। সম্প্রতি মকর সংক্রান্ত উপলক্ষ্যে গোটা দেশে তৈরি হয় উৎসবের আমেজ। মকর সংক্রান্তিতে কোথাও গঙ্গা সাগরের মেলা আবার কোথাও লোহরি কিংবা পোঙ্গল, মেতে ওঠে গোটা দেশ। উৎসবের মেজাজকে আরও কিছুটা প্রলম্বিত করতে এবার অন্ধ্রপ্রদেশের এক দম্পতি তাঁদের নব বিবাহিত মেয়ে, জামাইয়ের জন্য যা করলেন, তা দেখলে অবাক হয়ে যেতে হবে।
আরও পড়ুন: Viral Video: 'ওয়ার মেমোরিয়ালে' আবছায়া মূর্তি, মৃত সেনার আত্মাই কি ঘুরছে? ভিডিয়ো দেখে প্রশ্ন
অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ইলুরু জেলার বাসিন্দা ভীমা রাও এবং চন্দ্রলীলা সংক্রান্তিতে তাঁদের জামাইয়ের জন্য ৩৭৯ রকমের খাবারের আয়োজন করেন। ভীমা রাও এবং চন্দ্রলীলার জামাই মুরলিধর নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্বশুরবাড়ির আপ্যায়নের ভিডিয়ো তুলে ধরেন। যেখানে দেখা যায় মুরলীধরের জন্য তাঁর শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ৩৭৯ ধরনের খাবার সাজিয়ে রেখেছেন। শুধু তাই নয়, মুরলীধরকে কার্যত কোলে তুলে খাবারের টেবিলে নিয়েও আসতে দেখা যায় ওই ভিডিয়োতে। দেখুন...
View this post on Instagram