Viral Fuchka: নতুন ধরনের ফুচকা, ভাইরাল ভিডিও, ফুচকা দেখে অবাক নেট দুনিয়া...

Credit: Instagram

ফুচকা বললেই চোখের সামনে ভেসে আসে টক জল, মটর ও আলু, মশলা, সঙ্গে পেঁয়াজ এবং প্রচুর পরিমাণে লঙ্কা দেওয়া মজাদার খাবার। ঐতিহ্যবাহী ফুচকার এই রেসিপি ভেঙে বাজারে এসেছে ভিন্ন এক ফুচকা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ফুচকার ভিডিও। তবে এই ধরনের খাবারকে ফুচকা বলা উচিত কিনা সে নিয়ে মন্তব্যে তর্কের বন্যা বয়ে গিয়েছে।

ভাইরাল হওয়া এই ফুচকার ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে। ভিডিওটি পোস্ট করা হয়েছে @surtifoodlife -এ। ভিডিওটি ৩০০ হাজারেরও বেশি লাইক পেয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওটি অনেকে শেয়ারও করেছেন। এই ভিন্ন খাবার ফুচকার নামে বিক্রি করায় অনেকে মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন।