Viral Video: বরের গলায় টাকার মালা, সুযোগ বুঝে হাত সাফাই বন্ধুর; দেখুন ভিডিও

ইন্টারনেটে প্রায়ই আশ্চর্যজনক সব ভিডিও পোস্ট হয়, যা মানুষকে হাসতে বাধ্য করে। টুইটারে এমনই একটি ফুটেজে দেখা যাচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে বরের গলায় থাকা মালা (Groom's Garland) থেকে টাকা (Money) চুরি করছেন এক ব্যক্তি। যে চুরি করছে সে আবার বরেরই বন্ধ। বরের একেবারে পাশেই বসেছেন।

Friend Stealing Cash From Groom's Garland (Photo: Instagram)

ইন্টারনেটে প্রায়ই আশ্চর্যজনক সব ভিডিও পোস্ট হয়, যা মানুষকে হাসতে বাধ্য করে। টুইটারে এমনই একটি ফুটেজে দেখা যাচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে বরের গলায় থাকা মালা (Groom's Garland) থেকে টাকা (Money) চুরি করছেন এক ব্যক্তি। যে চুরি করছে সে আবার বরেরই বন্ধ। বরের একেবারে পাশেই বসেছেন।

ভিডিওতে বিয়ের তারিখ বা অবস্থান প্রকাশ করা হয়নি। তাতে বরকে দেখা যাচ্ছে টাকার মালা পরে বসে রয়েছেন। অনেক বন্ধু বান্ধব তাঁকে ঘিরে রয়েছেন। অন্য আত্মীয়রা কী বলছে তা শুনছেন বর। সবাই যখন ওইদিকে ব্যস্ত ঠিক তখনই বরের পাশে বসে থাকা তার বন্ধুটি মালা থেকে কয়েকটি নোট সরিয়ে ফেলার চেষ্টা করছেন। বর তাঁর দিকে মুখ ঘোরেলেই হাত সরিয়ে নিচ্ছেন। এরকম কয়েকবার চেষ্টার পরে তিনি কয়েকটি নোট সাফাই করে নেন। আরও পড়ুন: Fact Check: গ্রীষ্মে গাড়ির ট্য়াঙ্কে তেল ভর্তি থাকলে বিস্ফোরণ ঘটতে পারে, কী জানাল Indian Oil?

দেখুন ভিডিও: 

 

View this post on Instagram

 

A post shared by Meemlogy (@meemlogy)

 

ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। একদিন আগে শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি প্রায় এক লাখ বার দেখা হয়েছে।