Viral Video: খোলা বারান্দা থেকে পড়ে যাচ্ছেন ভাই, নাটকীয়ভাবে বাঁচালেন দাদা; দেখুন ভিডিও
খোলা বারান্দা (Terrace) থেকে পড়ে গিয়েও অক্ষত থাকলেন এক যুবক। কারণ মাটিতে পড়ার কিছুক্ষণ আগেই তাঁকে ধরে ফেলেছিলেন দাদা। ঘটনার সিসিটিভি ভিডিও (CCTV Video) সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) মালাপ্পুরম জেলায়। জানা গিয়েছে, এক যুবক বারান্দা পরিষ্কার করছিলেন। ভিডিওতে দেখা গিয়েছে, নিচে দাঁড়িয়ে তাঁর দাদা পাইপ লাগিয়ে জল দিচ্ছিলেন সেই সময়ই।
খোলা বারান্দা (Terrace) থেকে পড়ে গিয়েও অক্ষত থাকলেন এক যুবক। কারণ মাটিতে পড়ার কিছুক্ষণ আগেই তাঁকে ধরে ফেলেছিলেন দাদা। ঘটনার সিসিটিভি ভিডিও (CCTV Video) সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) মালাপ্পুরম জেলায়। জানা গিয়েছে, এক যুবক বারান্দা পরিষ্কার করছিলেন। ভিডিওতে দেখা গিয়েছে, নিচে দাঁড়িয়ে তাঁর দাদা পাইপ লাগিয়ে জল দিচ্ছিলেন সেই সময়ই।
সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি। আচমকা ভাইকে বারান্দা থেকে পড়ে যেতে দেখেন তিনি। বিষয়টি লক্ষ্য় করেই ভাইকে বাঁচাতে হাত বাড়িয়ে দেন। উপর থেকে তাঁর ভাই গায়ের উপরে এসে পড়েন। দু'জনেই এরপর মাটিতে পড়ে যান। আরও পড়ুন: Viral Video: গাড়ির জানলা দিয়ে পড়ে গেলো ছোট্ট মেয়ে, মাঝ রাস্তায় ভয়াবহ দৃশ্য দেখুন
দেখুন ভিডিও:
কেউই কোনও গুরুতর আঘাত পাননি বলেই মনে হয়েছে ভিডিও দেখে। কারণ, মাটিতে পড়ার পর দু'জনেই উঠে দাঁড়িয়ে পড়েন। দাদা একটু সময় নিলেও পড়ে যাওয়া ভাই চট করেই উঠে দাঁড়িয়ে পড়েন। ভিডিওতে দেখা যাচ্ছে, উপর থেকে কিছু পড়ার শব্দ পেয়ে এক মহিলা বেরিয়ে আসছেন।