UP Minister Pratibha Shukla: ভালোবাসা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ছাড়া কিছু নয়, দেখুন উত্তরপ্রদেশের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো

যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এই মহিলা সদস্যের বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। অনেকে সমালোচনা করেছেন প্রতিভা শুক্লার মন্তব্যের।

Photo Credits: Twitter

এটাওয়া: ভালোবাসার (Love) মধ্যে কিছুই নেই, এটা বিপরীত লিঙ্গের (Opposite Sex) প্রতি আকর্ষণ (Attraction) ছাড়া কিছু নয়। শুক্রবার উত্তরপ্রদেশের (UttarPradesh) এটাওয়াতে (Etawah) 'বেটি বাচাও, বেটি পড়াও' (Beti Bachao, Beti Padhao) প্রকল্পের অধীনে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে (National Girl Child Day) উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন যোগী মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী প্রতিভা শুক্লা (Minister of State in UP government Pratibha Shukla)।

অনুষ্ঠান শেষ হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের ওই মন্ত্রী বলেন, "ছাত্রীদের (girl students) উচিত স্কুলের পড়াশোনার (school education) উপর নজর দেওয়া। ভালোবাসার মধ্যে সেরকম কিছু নেই, এটা শুধুমাত্র বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ।"

এই বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের পড়ুয়াদের সঙ্গে খোলাখুলি আলোচনা করার কথাও বলেন। এর পাশাপাশি ছাত্রীদের মায়েদের নিজের সন্তানের প্রতি বিশেষ খেয়াল করার কথাও বলেন। কারণ হিসেবে জানান, মেয়েরা তাঁদের মায়েদের নিজেদের বন্ধু বলে মনে করে আর সমস্ত কথা তাঁদের খুলে বলে।

যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এই মহিলা সদস্যের বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক (Controversy) শুরু হয়েছে। অনেকে সমালোচনা করেছেন প্রতিভা শুক্লার মন্তব্যের।

দেখুন ভিডিয়ো:



@endif