Iran: প্রতিবাদ! হিজাব ছাড়াই রাস্তায় দাঁড়িয়ে কোলাকুলি করছে দুই যুবতী, ভিডিয়ো

তেহরানের একবাতান শহরে হিজাব খুলে রাস্তায় পাশে দাঁড়িয়ে পথচলতি মানুষের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেল দুই যুবতীকে। সোশ্যাল মিডিয়া এই ঘটনার ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল হয়েছে।

Iran Hijab Protest (Photo Credit: Twitter)

তেহরান: হিজাব (hijab) বিরোধী আন্দোলন ক্রমশই তীব্র হচ্ছে ইরানে (Iran)। বিভিন্ন এলাকায় হিজাব পুড়িয়ে রাষ্ট্রের শাসকদের প্রতি ধিক্কার জানাচ্ছেন প্রতিবাদীরা। এবার দেখা গেল প্রতিবাদের নতুন রূপ। তেহরানের (Tehran) একবাতান (Ekbatan) শহরে হিজাব খুলে রাস্তায় পাশে দাঁড়িয়ে পথচলতি মানুষের সঙ্গে কোলাকুলি (hugging) করতে দেখা গেল দুই যুবতীকে। সোশ্যাল মিডিয়া এই ঘটনার ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের বেশিরভাগই প্রতিবাদীদের প্রতি সমর্থন জানালেও কেউ কেউ কটাক্ষ করেছে।

২০ অক্টোবর সকাল ৪ টের কিছু পরে টুইটারে পোস্ট হওয়া ওই ২২ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরে থাকা দুটি যুবতী রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আর রাস্তা দিয়ে যাঁরাই যাচ্ছেন তাঁদের সঙ্গে কোলাকুলি করছেন। তাঁদের পাশে কিছু পোস্টার লেখা রয়েছে। যার মধ্যে একটিতে লেখা, "হাগ ফর দ্য স্যাড নেশন" (hug for the sad nation)। সেখানে সবাই সই করছেন। ভিডিয়ো দেখার পর নেটিজেনদের বেশিরভাগই প্রতিবাদের এই নয়া রূপকে স্বাগত জানিয়েছেন। প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।