Cute Baby Elephants Fight Video: দুটি শাবক হাতির খুনসুটি, ল্যাং মারছে একে অপরকে! দেখুন ভিডিও
দুটি শাবক হাতির মজার ভিডিও ভাইরাল। শাবক হাতি দুটিকে একে অপরের সঙ্গে খুনসুটি করে লড়াই করতে দেখা যাচ্ছে।
নয়াদিল্লি: দুটি শাবক হাতির মজার ভিডিও ভাইরাল। শাবক হাতি দুটিকে একে অপরের সঙ্গে খুনসুটি করে লড়াই করতে দেখা যাচ্ছে। বাচ্চা হাতিগুলিকে তাদের একে অপরকে পায়ে খুনসুটির আঘাত করছে। দুটি বাচ্চা হাতির এই ভিডিও ভাইরাল হচ্ছে তাঁদের বুদ্ধিমানতার কারণে। হাতি দুটি (Elephants) একে অপরকে লাথি মারছে, শুধুমাত্র একে অপরকে বিরিক্ত করার জন্য। যেমনটা ছোট ভাইবোন বা বন্দুরা করে থাকে। ভিডিওটিতে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আমার ছোট ভাই বোন’’। আরও একজন মন্তব্য করেছেন ‘’ভিডিও দেখে মনে হচ্ছে হাতি দুটি নিশ্চিত ভাইবোন’’। আরও পড়ুন : Independence Day 2023: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তেরঙ্গা হাতে চলন্ত সাইকেলে কেরামতি, ভাইরাল যুবকের ভিডিয়ো
দেখুন ভিডিও