Coronavirus Lockdown: লকডাউন ভেঙে রাস্তায়, শাস্তি হিসেবে ৩ যুবককে করোনা আক্রান্তর সঙ্গে অ্যাম্বুলেন্সে ভরে দিল পুলিশ; দেখুন ভিডিয়ো
করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে লকডাউন (lockdown) চলছে। পুলিশ প্রশাসন সবাইকে বাড়িতে থাকতে আবেদন করছে। খুব জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবুও অনেকে সে কথা কানে দিচ্ছে না। আর সেই কারণেই পুলিশকে নানা অভিনব উপায় বের করতে হচ্ছে শাস্তি দিতে যারা লকডাউন ভাঙছে। সেই রকমই নতুন দাওয়াই দিচ্ছে তামিলনাড়ু পুলিশ (Tamil Nadu Police)। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে লকডাউন ভঙ্গকারীদের পুলিশ একটি অ্যাম্বুলেন্স জোর করে ঢুকিয়ে দিচ্ছে। সেই অ্যাম্বুলেন্সে রয়েছেন একজন ব্যক্তি, যাঁকে করোনা আক্রান্ত সাজানো হয়েছে। আর সেই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।
চেন্নাই, ২৪ এপ্রিল: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে লকডাউন (lockdown) চলছে। পুলিশ প্রশাসন সবাইকে বাড়িতে থাকতে আবেদন করছে। খুব জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবুও অনেকে সে কথা কানে দিচ্ছে না। আর সেই কারণেই পুলিশকে নানা অভিনব উপায় বের করতে হচ্ছে শাস্তি দিতে যারা লকডাউন ভাঙছে। সেই রকমই নতুন দাওয়াই দিচ্ছে তামিলনাড়ু পুলিশ (Tamil Nadu Police)। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে লকডাউন ভঙ্গকারীদের পুলিশ একটি অ্যাম্বুলেন্স জোর করে ঢুকিয়ে দিচ্ছে। সেই অ্যাম্বুলেন্সে রয়েছেন একজন ব্যক্তি, যাঁকে করোনা আক্রান্ত সাজানো হয়েছে। আর সেই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।
ইতিমধ্যেই লকডাউনের নিয়ম না মানায় পুলিশের শাস্তি দেওয়ার বেশ কিছু নিদর্শন ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তবে এবার নিয়ম লঙ্ঘনকারীদের সঙ্গে তামিলনাড়ু পুলিশ যা করেছে তা দেখার মতো। লাঠি পেটার চেয়ে তা অনেক বেশি শক্তিশালী। ত্রিরুপ্পুর (Tiruppur) পুলিশের এই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ভিডিয়োতে দেখা গেছে, মাস্ক ছাড়া বাইরে বেরোনো ও লকডাউন অমান্যকরার জন্য তিন বাইক আরোহী যুবককে প্রথমে আটক করে পুলিশ। তার পর তাদেক একটি অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। আরও পড়ুন: Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৬৮৪, সুস্থতার হার ২০.৫৭ শতাংশ
অ্যাম্বুলেন্সে আগে থেকেই একজন করোনা আক্রান্ত হওয়ার ভান করে শুয়ে ছিল। যদিও ওই তিন যুবকের কাছে তা ছিল অজানা। করোনা আক্রান্তের সঙ্গে একই গাড়িতে পুলিশ তুলে দেওয়ায় প্রথমেই তারা বিপাকে পড়ে যায়। অনেকেই পালানোর চেষ্টা করে। উপায় না দেখে কেই কেউ গাড়ি জানালা দিয়ে ঝুলে বেরিয়ে পড়ার চেষ্টা করে। অ্যাম্বুলেন্সের ভেতরেই তারা ছোটাছুটি শুরু করে। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয় তাদের। কিছু সময় কাটানোর পর পুলিশ আধিকারিকরা তাদের গাড়ি থেকে বের করে নেন এবং পুরো ঘটনা খুলে বলেন। একইসঙ্গে তাদের লকডাউন মানার উপযোগীতা সম্পর্কেও বলেন।