Suicide Caught on Camera: চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে আত্মঘাতী বঙ্গের প্রৌঢ়

Suicide Caught on Camera in Hyderabad (Photo Credits: Twitter)

চলন্ত বাসের নীচে আচমকাই ছুটে গিয়ে শুয়ে পড়লেন এক ব্যক্তি। হায়দরাবাদের  (Hyderabad) ব্যস্ত রাস্তায় প্রকাশ্য দিবালোকে চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছেন, মৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা। নাম বিসু রাজব। তাঁর আত্মহত্যার পুরো ঘটনা রাস্তার সিসিটিভি (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেই ভিডিয়োই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার পাতায় (Suicide Caught on Camera in Hyderabad)।

১৪ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োয় (Suicide Caught on Camera in Hyderabad) দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় চলন্ত বাসের সামনে হঠাৎই ছুটে এসে শুয়ে পড়লেন বিসু। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেন চালক। কিন্তু ততক্ষণে বাসের চাকা উঠে পড়েছে তাঁর শরীরে।

দেখুন আত্মহত্যার ভাইরাল ভিডিয়ো... 

তড়িঘড়ি স্থানীয়া বিসুকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। কিন্তু লাভ হল না। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের বিসু রাজবের। তবে কী কারণে ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।



@endif