মেয়েকে কলেজ থেকে আনতে এসে যুবকদের হাতে আক্রান্ত বাবা, দেখুন ভিডিয়ো
মেয়েকে কলেজ থেকে আনতে এসেছিলেন এক ব্যক্তি। সেইসময় তাঁকে বেধড়ক মারধর করল একদল যুবক। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায় নেটদুনিয়ায়। একাধিক ধারায় মামলা দায়ের করে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদুরাই: মেয়েকে (daughter) কলেজ (College) থেকে আনতে এসেছিলেন (pick up) এক ব্যক্তি। সেইসময় তাঁকে বেধড়ক মারধর করল একদল যুবক (youths)। এই ঘটনার ভিডিয়ো (Video) ভাইরাল (Viral) হতেই নিন্দার ঝড় বয়ে যায় নেটদুনিয়ায়। একাধিক ধারায় মামলা দায়ের করে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) মাদুরাইয়ের (Madurai) শ্রী মীনাক্ষী সরকারি আর্ট কলেজের (Sri Meenakshi Govt Arts College) সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর নিজের মেয়েকে কলেজ থেকে আনতে এসে একদল যুবকের আক্রান্ত হন ওই ব্যক্তি। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে কলেজের সামনে বেধড়ক মারধর করছে একদল যুবক। অনেকে বিষয়টি চোখের সামনে দেখলেও কোনও প্রতিবাদ করছে না। যদিও পরে ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩০৮, ৫০৬ (ii) ও তামিলনাড়ুর মহিলা নির্যাতন আইনে (Prohibition of Harassment of Woman Act) মামলা দায়ের করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বুধবার বিকেল সাড়ে তিনটের সময় নিজের মেয়েকে কলেজ থেকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন ওই ব্যক্তি। সেই সময় কলেজের সামনে দিয়ে এক ব্যক্তির শেষযাত্রায় অংশ নিয়ে নাচতে নাচতে যাচ্ছিল কিছু যুবক। কলেজের সামনে এসে গেটের কাছে দাঁড়িয়ে থাকা ছাত্রীদের উদ্দেশে অশ্লীল কথাবার্তা বলতে থাকে তারা। তার প্রতিবাদ জানিয়ে মানুষের মতো আচরণ করার পরামর্শ দেন ওই ব্যক্তি। এর জেরেই আক্রান্ত হতে হয় তাঁকে।