Solar Eclipse 2019: দেড় লাখের রোদ চশমা পরে সূর্যগ্রহণ দেখলেন নরেন্দ্র মোদি, কটাক্ষ নেটিজেনদের

আজ সকালে কোঝিকোড (Kozhikode ) থেকে সূর্যগ্রহণ (Solar eclipse) দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। পরে তাঁকে রোদ চশমা (sunglass)পরে টুইটারে ছবি দিতে দেখা যায়। সেই চশমাটিই হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু। নেটিজেনদের একাংশের দাবি, রোদ চশমাটি একটি জার্মান সংস্থার। যার মূল্য ভারতীয় মুদ্রায় কম করে দেড় লাখ টাকা। আজ সকালে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, "প্রতিটি ভারতীয়র মতো সূর্যগ্রহণ নিয়ে আমিও অত্যন্ত উৎসাহী ছিলাম। কিন্তু, আকাশে মেঘ থাকায় গ্রহণ দেখার সৌভাগ্য হল না। তবে কিছুক্ষণ দেখেছি। দেশের অন্যান্য অংশের গ্রহণ দেখেছি লাইভ স্ট্রিমিংয়ে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সমৃদ্ধ হয়েছি।"

রোদ চশমা পরে সূর্যগ্রহণ দেখছেন নরেন্দ্র মোদি (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২৬ ডিসেম্বর: আজ সকালে কোঝিকোড (Kozhikode ) থেকে সূর্যগ্রহণ (Solar eclipse) দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। পরে তাঁকে রোদ চশমা (sunglass)পরে টুইটারে ছবি দিতে দেখা যায়। সেই চশমাটিই হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু। নেটিজেনদের একাংশের দাবি, রোদ চশমাটি একটি জার্মান সংস্থার। যার মূল্য ভারতীয় মুদ্রায় কম করে দেড় লাখ টাকা। আজ সকালে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, "প্রতিটি ভারতীয়র মতো সূর্যগ্রহণ নিয়ে আমিও অত্যন্ত উৎসাহী ছিলাম। কিন্তু, আকাশে মেঘ থাকায় গ্রহণ দেখার সৌভাগ্য হল না। তবে কিছুক্ষণ দেখেছি। দেশের অন্যান্য অংশের গ্রহণ দেখেছি লাইভ স্ট্রিমিংয়ে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সমৃদ্ধ হয়েছি।"

নেটদুনিয়ায় মোদির ব্যবহার করা সেই চশমা নিয়েই শুরু হয়েছে আলোচনা। কংগ্রেসসহ বিরোধী দলের অনেক নেতারই দাবি, জার্মান সংস্থা মেব্যাক আইওয়্যারের রোদ চশমা ব্যবহার করেন প্রধানমন্ত্রী। এই চশমার দাম ১৯৯৫ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১,৪২,১৪৮ টাকা। পোস্ট করে ছবিগুলিতে প্রধানমন্ত্রীকে সৌর চশমা হাতে রেখে মেব্যাকের চশমা পরে সূর্যের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। চমশায় খোদাই রয়েছে আর্টিস্ট ভি। ফ্রেমটি টাইটানিয়ামের। এর সঙ্গে রয়েছে কাঠ বা পশুর শিং। ৬টি রঙে পাওয়া যায় রোদ চশমাটি।আরও পড়ুন: Spanish School Teacher Went Viral: পড়ুয়াদের পড়াকে সহজ করতে বায়োলজির ক্লাসে অ্যানাটমির পোশাক পরে এলেন শিক্ষিকা, দেখুন ছবি

দশকের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ। যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দেশজুড়ে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। শুধু আমজনতার মধ্যেই নয় সেই উৎসাহের ঢেউ উঠে ছিল দেশের প্রথমসারির রাজনীতিকদের মধ্যেও। সেই উৎসাহেই সামিল হয়ে দশকের শেষ সূর্যগ্রহণ দেখতে চোখে চশমা লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আকাশ মেঘলা থাকায় হতাশ হতে হয় তাঁকেও। আর সেই কথাই এদিন টুইটারে জানান তিনি।

বিভিন্ন সভায় নিজেকে ফকির বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। কখনও বলেছেন, কোনও কিছুতেই লোভ নেই তাঁর, ঝোলা নিয়ে চলে যাবেন। কখনও দাবি করেছেন, ৩৫ বছর বয়স পর্যন্ত তাঁর কাছে এক টাকাও ছিল না। ওই মন্তব্যের জের টেনেই এদিন নেটিজেনদের খোঁচা, 'নরেন্দ্র মোদি আসলে ব্র্যান্ডেড ফকির।' এর আগে দশলাখি শুট নিয়ে শো



@endif