Snake in The Toilet: বাথরুমের কমোড থেকে বের হল ১০ ফুট লম্বা সাপ, দেখুন ভিডিয়ো
এরপর তিনি যা দেখলেন তাতে তার দমবন্ধ হওয়ার জোগাড়। কোমোডের মধ্যে থেকে একটা বড় সাপ তার দিকে কার্যত ধেয়ে আসে।
আর পাঁচটা দিনের মতই মহারাষ্ট্রের এক ব্যক্তি বাথরুমে গিয়েছিলেন। কিন্তু কিছু একটা শব্দে তার কিছুটা সন্দেহ তৈরি হয়। তবে প্রকৃতির ডাক এতই তীব্র ছিল যে সে সব শব্দ ভুলে তিনি টয়লেটের কমোডের ঢাকনা খোলেন। এরপর তিনি যা দেখলেন তাতে তার দমবন্ধ হওয়ার জোগাড়। কমোডের মধ্যে থেকে একটা বড় সাপ তার দিকে কার্যত ধেয়ে আসে। ভয় পেয়ে তিনি চিতকার করে বাথরুম থেকে বেরিয়ে আসেন।
তার প্রতিবেশীরা এসে জানতে পারে বাথরুমের কমোডে সাপ বসে আসে। এরপর সাপ ধরায় বিশারদ একটি মেয়ে সাপটিকে কোমোড থেকে বিশেষ কৌশলে বের করে। সাপটি ১০ ফুট মত লম্বা। কমোড থেকে এত বড় সাপ বেরিয়ে আসতে দেখে সবাই আঁতকে ওঠেন। তবে পরে জানা যায় সাপটি বিষাক্ত নয়। তবে এত বড় একটা সাপ দেখলেই গা-টা কেমন করে। গরমে সাপের উপদ্রব বাড়ে। বাংলার বিভিন্ন জেলাতেও লোকালয়ে বড় সাপ দেখা যাচ্ছে।
দেখুন ভিডিয়ো
যে ব্যক্তির বাড়িতে সাপটি বের হয়, তিনি বলেন বাথরুমে যাওয়ার সময়, একটা হিসহিস শব্দ পেয়েছিলাম, কিন্তু তখন কতটা গুরুত্ব দিয়নি। কিন্তু এরপর যা দেখলাম, তাতে গা হিম হয়ে গিয়েছিল। এখন ক দিন বাথরুমে যেতে ভয় লাগবে বলেও তিনি জানান।