Howrah Station: হাওড়া স্টেশনে চলন্ত বন্দে ভারত ধরতে গিয়ে পা পিছলে গেল যাত্রীর, প্রাণ বাঁচল রেল পুলিশ, দেখুন ভিডিয়ো

হাওড়া স্টেশনে এক আরপিএফ অফিসারের ততপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রী।

হাওড়া স্টেশনে এক আরপিএফ অফিসারের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন এক যাত্রী। নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। কিন্তু এক যাত্রী সময়ের পরে কিছুটা পরে পৌছন ট্রেনটি ধরতে। বন্দে ভারত প্ল্য়াটফর্ম ছেড়ে বিয়ে যাচ্ছে দেখে মরিয়া হয়ে সেই যাত্রী হাওড়া স্টেশনের প্ল্য়াটফর্মে ট্রেনটি ধরতে ছুট লাগান।

বিপদের আঁচ পেয়ে সেই যাত্রীর পিছনে ছুটতে থাকেন রেল পুলিশের এক কর্মী। শেষ অবধি বড় বিপদটাই হয়। ট্রেনের দরজা খোলা আছে ভেবে, চলন্ত ট্রেনে ঝাঁপ দেন সেই যাত্রী। কিন্তু তিনি পরে যান। পিছু পিছু ধাওয়া করা রেল পুলিশ কর্মী তখন সেই যাত্রীকে টেনে তোলেন। তিনি না থাকলে যাত্রীটির বড় বিপদ হয়ে যেত।

দেখুন ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় এখন দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল। নেটিজেনরা সেই রেল পুলিশ কর্মীকে কুর্নিশ করছেন।

RPF officer at Howrah station rescued a passenger's life



@endif