Love, Denial and Bomb: প্রেমে প্রত্যাখ্যান! ক্ষুব্ধ হয়ে যুবতী ও তাঁর পরিবারকে হত্যার চেষ্টা
যুবক ইউটিউব থেকে ভিডিও দেখে বোমা বানানো শেখে, তারপর নিজে বোমা বানিয়ে ওই যুবতী ও তাঁর পরিবারকে হত্যার চেষ্টা করে।
উত্তরপ্রদেশ: আগ্রায় একটি বিস্ময়কর ঘটনা সামনে এসেছে। একতরফা প্রেমে পাগল হয়ে পড়ে এক যুবক, কিন্তু ভালোবাসার মানুষটির থেকে সাড়া না পেয়ে মাথায় প্রতিশোধ নেওয়ার ঝোঁক চেপে বসে। পুলিশ সূত্রে খবর, যুবক ইউটিউব থেকে ভিডিও দেখে বোমা বানানো শেখে, তারপর নিজে বোমা বানিয়ে ওই যুবতী ও তাঁর পরিবারকে হত্যার চেষ্টা করে। তবে সে তার পরিকল্পনায় সফল হতে পারেনি। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, তারা জরুরি পরিষেবা নম্বর ১২১-এ খবর পেয়েছিল যে জগদীশপুরা এলাকায় বোমা রয়েছে। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল।ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নিয়ে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করা হয়। এরপর বিডিএস দল সেটি ধ্বংস করে, অভিযুক্তকে গ্রেফতার করে।
দেখুন
অভিযুক্ত জানিয়েছে, মেয়েটি তাঁর প্রেমে প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে সে প্রতিশোধ নিতে চেয়েছিল।