Red Wine Flood Video: ট্য়াঙ্ক ফেটে রাস্তা দিয়ে নদীর স্রোতের মত বয়ে যাচ্ছে রেড ওয়াইন, দেখুন ভিডিয়ো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের রাস্তায় রেড ওয়াইনের বন্য়া। যে দামী রেড ওয়াইন একটু গলায় ঢালার জন্য চাতক পাখির মত অপেক্ষা করে থাকে সুরাপ্রেমীরা।

লিসবন, ১১ সেপ্টেম্বর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের রাস্তায় রেড ওয়াইনের বন্য়া। যে দামী রেড ওয়াইন একটু গলায় ঢালার জন্য চাতক পাখির মত অপেক্ষা করে থাকে সুরাপ্রেমীরা। সেই রেড ওয়াইন পুরো বন্যার জলের মত তীব্র স্রোতের মত রাস্তা দিয়ে ভেসে চলেছে। সুরাপ্রেমীদের আক্ষেপ বাড়িয়ে পর্তুগালের রাস্তায় রেড ওয়াইনের বন্যার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুর্তুগালের আনাদিয়ায় (Portuguese municipality of Anadia) এক স্থানীয় ওয়াইন কোম্পানিতে এক বড় বিপত্তি ঘটে। কোনও কারণে সেখানে দুটি ওয়াইন ট্য়াঙ্ক ফেটে যায়। তারপর সেই ট্য়াঙ্ক থেকে গ্যালন-গ্যালন রেড ওয়াইন বের হতে থাকে। তারপর সেখানকার রাস্তায় রেড ওয়াইনের স্রোতে ভেসে যায়। ওয়াইনের তোড়ে ভেসে যায় বেশ কিছু জিনিস। কয়েকটি বাড়ি ওয়াইন মগ্ন হয়ে পড়ে। শেষ অবধি পুলিশের তৎপরতায় ওয়াইন স্রোত থামে। ওয়াইনের স্রোত দেখে প্রথমে ভয় পেয়ে স্থানীয়রা অনেকেই পুলিশে পোন করেন।

দেখুন ভিডিয়ো

সুরাপ্রেমীদের আক্ষেপ বাড়িয়ে পর্তুগালের রাস্তায় রেড ওয়াইনের বন্যার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।