Viral Video: ‘হোয়াট ঝুমকা’ গানে ডান্সিং দাদির দুর্দান্ত নাচ! দেখুন ভিডিও

ড্যান্সিং দাদি প্রায়ই বলিউডের বিভিন্ন হিট গানে নাচ করে মানুষের মন জয় করেন।

Ravi Bala Sharma (Photo Credit Instagram)

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়াতে আপনি ৬৩ বছর বয়সী রবি বালা শর্মার (Ravi Bala Sharma) নাচ হয়তো দেখে থাকবেন। যিনি ডান্সিং দাদি (Dancing Dadi) নামে পরিচিত।ড্যান্সিং দাদি প্রায়ই বলিউডের বিভিন্ন হিট গানে নাচ করে মানুষের মন জয় করেন। এবার তিনি আলিয়া ভাট-রণবীর সিং অভিনীত “রকি অর রানি কি প্রেম কাহানি” (Rocky Aur Rani Kii Prem Kahani) সিনেমার গান 'হোয়াট ঝুমকা' (What Jhumka) -তে নাচ করে বহু নেটিজিনের মন জয় করেছেন। আরও পড়ুন :  Heart of Stone: হলিউডের ওয়ান্ডার ওম্যানকে তেলেগু ভাষা শেখাচ্ছেন আলিয়া, দেখুন মজার ভিডিয়ো

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে, রবি বালা শর্মাকে নাচের তালে সুন্দরভাবে পারফর্ম করতে দেখা গিয়েছে। দেখুন সেই মুগ্ধকর ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Ravi Bala Sharma (@ravi.bala.sharma)