Pune: বৃদ্ধার সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা, রুখে দাঁড়াল নাতনি, সাহসিকতার জয়জয়কার

মাত্র ১০ বছর বয়সী মেয়ের সাহসিকতা দেখে হতবাক নেটাগরিক। দিদাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসে সে।

Pune Snatching (Photo Credits: Twitter)

পুনে, ১০ মার্চঃ রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা মহিলা এবং তাঁর নাতনি। আচমকা এক ব্যক্তি স্কুটি নিয়ে তাঁদের পাশ দিয়ে যাওয়ার সময়ে বৃদ্ধার গলার সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু ছোট্ট নাতনির প্রচেষ্টায় ছিনতাইকারী সোনার চেন ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। জানা গিয়েছে দুর্ঘটনায় ভালমতোই চোট পেয়েছেন বয়স্কা মহিলা।

ঘটনাটি ঘটেছে গত ২৫ ফেব্রুয়ারি। পুনের মডেল কলোনি এলাকার রাস্তার সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্যটি রেকর্ড হয়েছে। সিসিটিভি ফুটেজটি নেট পাড়ায় ভাইরাল হতেই সকলের সামনে এসেছে। মাত্র ১০ বছর বয়সী মেয়ের সাহসিকতা দেখে হতবাক নেটাগরিক। দিদাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসে সে।

দেখুন সেই দৃশ্য... 

জানা গিয়েছে, নাতনিকে নিয়ে মেয়ের বাড়ি আসছিলেন দিদা। রাস্তায় এক ব্যক্তি স্কুটি নিয়ে তাঁদের পাশে এসে দাঁড়ায় এবং একটি ঠিকানা জানতে চায়। বৃদ্ধা ঠিকানা বলার জন্যে একটু অন্যমনস্ক হতেই তাঁর গলার সোনার চেনটি ছিনতাইয়ের চেষ্টা করে ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে এগিয়ে আসে তাঁর ১০ বছরের নাতনি। দিদা নাতনির সাহসিকতার জেরে চেন ছিনতাইয়ে ব্যর্থ হয় ছিনতাইকারী। সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে পগার পার ছিনতাইকারী।