Viral Video: রশমিকার 'সামি সামি'-তে বেবি বাম্প নিয়ে নাচলেন অন্তঃসত্ত্বা, ভাইরাল ভিডিয়ো

রশমিকা মন্দানার 'সুপারহিট' গানে নিজেকে 'ফিট' করতে দেখা যায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে। সোশ্যাল মিডিয়ায় যখন রশমিকার ওই গানের তালে ওই মহিলাকে বেবি বাম্প নিয়ে নাচতে দেখা যায়, তখনই তা ভাইরাল হয়ে যায়।

Women Dances On Rashmika Mandanna's Song (Photo Credit: Instagram)

পুষ্পা (Pushpa) মুক্তির পর থেকেই অল্লু অর্জুন (Allu Arjun) এবং রশমিকা মন্দানার (Rashmika Mandanna) অনুরাগীরা তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন। পুষ্পার পর অল্লু অর্জুন বর্তমানে দক্ষিণী হিরোর তকমা পেরিয়ে গোটা ভারতের হৃদয় জয় করে নিয়েছেন। পুষ্প-তে রশমিকা মন্দানাকে দেখা গিয়েছে, অল্লু অর্জুনের বিশেষ বান্ধবী হিসেবে। দক্ষিণের এই ছবিতে রশমিকার ভূমিকা অল্প হলেও, তাতেই তিনি গোটা দেশের মন জয় করে নিয়েছেন। বিশেষ করে রশমিকা যখন 'সামি সামি'-র সঙ্গে কোমর দোলান, তখন যেন আট থেকে আশির হৃদয়ে ঝড় উঠতে শুরু করে।

আরও পড়ুন:  Prosenjit Chatterjee 'Weds' Rituparna Sengupta: প্রসেনজিৎ-ঋতুপর্ণা বাঁধা পড়ছেন 'সাতপাকে', ভিডিয়া ভাইরাল

এবার রশমিকা মন্দানার সেই গানে নিজেকে 'ফিট' করতে দেখা যায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে। সোশ্যাল মিডিয়ায় যখন রশমিকার ওই গানের তালে ওই মহিলাকে বেবি বাম্প নিয়ে নাচতে দেখা যায়, তখনই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...

 

 

View this post on Instagram

 

অন্তঃসত্ত্বা মহিলা যেভাবে রশমিকার গানের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সবার সামনে হাজির হয়েছেন, তা দেখে নেটিজেনদের একাংশ প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।



@endif