Viral Video: ঋষিকেশের এইমস-এ চিকিৎসককে শ্লীলতাহানি! অভিযুক্তকে গ্রেফতার করতে জরুরি বিভাগে গাড়ি নিয়ে ঢুকে পড়ল পুলিশ, দেখুন ভাইরাল ভিডিও

অভিযুক্তকে গ্রেফতার করতে হাসপাতালের জরুরি বিভাগে গাড়ি নিয়ে ঢুকে পড়ল পুলিশ।

Police Jeep Enters AIIMS (Photo Credit: X)

ঋষিকেশ: উত্তরাখণ্ডের ঋষিকেশের এইমস (Rishikesh AIIMS) হাসপাতালে এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি (Sexual Harassment) করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে হাসপাতালের জরুরি বিভাগে (Emergency Ward) গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিওতে জরুরি বিভাগের বেডে শুয়ে থাকা রোগীদের পাশ দিয়ে একটি পুলিশের জিপ প্রবেশ করতে দেখা যায়।

দেখুন

সূত্রে খবর, ১৯ মে সন্ধ্যায় এইমস ঋষিকেশের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলছিল। সে সময় সার্জারি বিভাগে নিয়োজিত মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি করেন নার্সিং অফিসার সতীশ কুমার। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকরা অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে ধর্মঘট শুরু করেন। ডিনের অফিস ঘেরাও করেন এইমসের চিকিৎসকরা। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত নার্সিং অফিসার সতীশ কুমারের বিরুদ্ধে মামলা রুজু করেছে।