Mitthu Missing in Madhya Pradesh: প্রিয় মিঠু পাখিকে খুঁজে দিলে ১০,০০০ টাকা পুরস্কার, দেখুন ভিডিও
দামোহ জেলায় একটি পরিবার তাঁদের পোষা প্রিয় মিঠুর (Pet Parrot) সন্ধানে ব্যকুল হয়ে পড়েছেন।
মধ্যপ্রদেশ: দামোহ জেলায় একটি পরিবার তাঁদের পোষা প্রিয় মিঠুর (Pet Parrot) সন্ধানে ব্যকুল হয়ে পড়েছেন। পরিবার সূত্রে খবর, পরিবারের এক সদস্য মিঠুকে নিয়ে মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন। একটি কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে এদিন মিঠু ভয় পেয়ে উড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাকে খুঁজে পাননি। অবশেষে মিঠুর জন্য ব্যকুল হয়ে তাকে ফিরে পেতে ১০,০০০ টাকা পুরস্কার (Reward of Rs 10,000) ঘোষণা করেছেন ওই পরিবার। আরও পড়ুন : Fight Over Feeding Dogs: পথ কুকুরকে খাবার দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে বৃদ্ধকে মারধর যুবতীর, গাজিয়াবাদের ভিডিয়ো
দেখুন ভিডিও