Pakistani Bride Measured In Gold: বিয়েতে পণ হিসেবে মেয়ের সম ওজনের সোনা দিচ্ছেন পাকিস্তানের ব্যবসায়ী, ভাইরাল ভিডিয়ো
বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। পাকিস্তানের সাধারণ মানুষ যখন অর্ধেক দিন আধপেটা খেয়ে জীবন কাটাচ্ছেন তখন দুবাইয়ে বসে পাকিস্তানের এক ব্যবসায়ীর এই ধরনের বিলাসিতা নেটিজেনদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে।
দুবাই: পাকিস্তানে (Pakistan) যখন খাদ্যের (Food) জন্য হাহাকার চলছে তখন দুবাইয়ে (Dubai) থাকা পাকিস্তানের এক ব্যবসায়ী (Pakistani businessman) পণ (dowry) হিসেবে মেয়ের বিয়েতে তাঁর সম ওজনের সোনা (gold) দিচ্ছেন। যার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হতেই সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়াতে।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ওই ব্যবসায়ী দুবাইয়ে একটি অভিজাত জায়গায় তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান করছেন। আর সেখানে নববধূকে (bride) দাঁড়িপাল্লার (weighing scale) একদিকে বসিয়ে অন্যদিকে তাঁর সম ওজনের সোনার বাট রাখা হচ্ছে। শেষ পর্যন্ত ৭০ কেজি সোনা দেওয়ার পর দাঁড়িপাল্লার দুদিক সমান হয়। যা দেখে সেখানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উল্লাসে মেতে উঠতে দেখা যায় নববধূ ও বরকে।
যদিও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। পাকিস্তানের সাধারণ মানুষ যখন অর্ধেক দিন আধপেটা খেয়ে জীবন কাটাচ্ছেন তখন দুবাইয়ে বসে পাকিস্তানের এক ব্যবসায়ীর এই ধরনের বিলাসিতা নেটিজেনদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। তাঁদের মধ্যে অনেকেই বলছেন, সত্যিকারের মানুষ হলে ওই ব্যবসায়ী মেয়ের বিয়ে উপলক্ষে পাকিস্তানের সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেন। কিন্তু, তিনিও পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মতোই। যারা দেশের মানুষের টাকা চুরি করে নিজেদের সম্পত্তি বাড়িয়েছে।