Wedding: বিয়ের রাতে কনেকে রেখে পালিয়ে গেলেন বর, খুঁজে বার করল পুলিশ
মুজাফফরপুর: দেশে এখন বিয়ের মরসুম, প্রায় প্রতিদিনই গাঁটছড়া বেঁধে নতুন জীবন শুরু করছেন দম্পতিরা, কিন্তু এরই মধ্যে বিহারে বিয়ে সংক্রান্ত একটি অবাক করা ঘটনা সামনে এসেছে। বিয়ের রাতে (Wedding Night) কনেকে (Bride) রেখে পালিয়ে গেল ব্যাংক কর্মচারী বর (Groom), তাঁকে ধরে ফেলল পুলিশ। আরও পড়ুন: Video: হোটেলে প্রেমিকার জন্মদিন উদযাপন, স্বামীকে হাতেনাতে ধরলেন স্ত্রী, দেখুন
ব্যাংক কর্মচারী এভাবে বিয়ের রাতে পালিয়ে যাওয়াই উভয় পক্ষের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনায় পরিবারের লোকজন অহিয়াপুর থানায় অভিযোগ করেছেন। নিখোঁজ ব্যাংক কর্মচারীর মোবাইল ট্র্যাক করে পুলিশ তাকে খুঁজে পান।
দেখুন
জানাগিয়েছে, ভাগলপুরের এসবিআই ব্যাঙ্কে কর্মরত অহিয়াপুর এলাকার শাহবাজপুর গ্রামের বাসিন্দা শাহী আদিত্য বিয়ের জন্য বাড়িতে এসেছিলেন। বিয়ের পর রিসেপশন হওয়ার আগেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তিনি ব্যক্তিগত কারণে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানাগিয়েছে।