Old Viral Video: দোলনায় দুলতে ভালবাসেন? এই দুই তরুণীর যা পরিণতি হয়েছে দেখলে চমকে যাবেন (দেখুন ভিডিও)

প্রথমে সব ঠিকই ছিল। পিছন থেকে দোলনা ঠেলে দিচ্ছিলেন এক ব্যক্তি। তার ফলে আরও দ্রুত গতিতে অনেকটা উচ্চতা পর্যন্ত পৌঁছচ্ছিল দোলনা, দুলছিলও বেশি জোরে। আচমকাই ঘটে বিপত্তি।

Old Viral Swing Video Photo Credit: Twitter@hold_it1

দোলনায় দুলতে ভালবাসেন? তাহলে এই ভিডিও দেখার আগে মন শক্ত করুন। কারণ দোলনায় দুলতে গিয়ে এই দুই তরুণীর যা পরিণতি হয়েছে, তা দেখলে আঁতকে উঠবেন আপনি। ৬৩০০ ফুট উঁচু পাহাড়ের ধারের খাদের উঁচু অংশ থেকে পড়ে গিয়েছেন ওই দুই তরুণী। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। চোটও বিশেষ লাগেনি। হাল্কা আঘাতের উপর দিয়েই ফাঁড়া কেটে গিয়েছে। জানা গিয়েছে, রাশিয়ায় ঘটেছে এই ঘটনা।

পুরোনো সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হওয়াতে আবার সকলের সামনে এসেছে সেই ভিডিও। ভিডিয়োতে দেখা গিয়েছে,উঁচু ক্লিফের ধারে দোলনা চড়ার ব্যবস্থা ছিল। ভিড় করেছিলেন অনেকেই। তাঁদের মধ্যেই দুই তরুণী গিয়ে দোলনায় বসেন। প্রথমে সব ঠিকই ছিল। পিছন থেকে দোলনা ঠেলে দিচ্ছিলেন এক ব্যক্তি। তার ফলে আরও দ্রুত গতিতে অনেকটা উচ্চতা পর্যন্ত পৌঁছচ্ছিল দোলনা, দুলছিলও বেশি জোরে। আচমকাই ঘটে বিপত্তি। পিছন থেকে একবার ঠেলে দেওয়ার পরই বেসামাল হয়ে যায় দোলনাটি। সাইডের চেন ছিঁড়ে মুহূর্তের মধ্যে নীচে পড়ে যান দুই তরুণী। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। সম্বিত ফিরতেই চিৎকার করে ছুটে যান আশপাশের সকলে। ততক্ষণে অবশ্য দুর্ঘটনা ঘটে গিয়েছে। খাদের ধারে দোলনায় চড়েছেন, অথচ কোনও সতর্কতায় নেননি ওই দুই তরুণী। নিজেদেরকে দোলনার সঙ্গে শক্ত করে বাঁধার কোনও ব্যবস্থাও ছিল না তাঁদের কাছে। আর তার জন্যই পড়ে গিয়েছিলেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দুর্ঘটনার ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা। প্রায় সকলেই বলছেন, একটুএ দিক-ওদিক হলে মারাত্মক বিপদ হতে পারত। ভাগ্যের জোরে এ যাত্রায় মৃত্যুর মুখ ফিরে এসেছেন ওই দুই তরুণী।