Temjen Imna Along: বিয়েবাড়িতে তুমুল নাচ নাগাল্যান্ডের মন্ত্রীর, দেখুন ভিডিয়ো

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও-র মেয়ের বিয়েতে গিয়ে তুমুল নাচ নাচলেন রাজ্যের উচ্চশিক্ষা ও আদিবাসী বিষয়কমন্ত্রী তেমজেন ইমনা আলং। যার ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পরেই ভাইরাল হয়েছে।

Photo Credits: Twitter page/Temjen Imna Along

কোহিমা: নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী (Chief Minister) নেইফিউ রিও-র (Neiphiu Rio) মেয়ের বিয়েতে (wedding) গিয়ে তুমুল নাচ (dances) নাচলেন রাজ্যের উচ্চশিক্ষা (Higher Education) ও আদিবাসী বিষয়কমন্ত্রী (Tribal Affairs Minister) তেমজেন ইমনা আলং (Temjen Imna Along)। যার ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পরেই ভাইরাল হয়েছে। এমনিতেই তেমজেন ইমনা আলং-কে নেটিজেনরা তাঁর দারুণ ব্যবহারের জন্য পছন্দ করতেন। এই ভিডিয়ো প্রকাশ পাওয়ার পরে তা আরও বেড়ে গেছে।

ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে তেমজেন লিখেছেন, "যা কথা বলে বোঝানো যায় না তা শরীর বলে দেয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার নেইফিউ রিও-জির মেয়ের বিয়েতে গিয়েও নেচেছি।" তাঁর এই ভিডিয়োটি পোস্ট হওয়ার পরেই ১ লক্ষ ৭৮ হাজারের বেশি মানুষ তা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। আর নাগাল্যান্ডের ওই মন্ত্রীর প্রশংসাও করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, "স্যার আমি আপনাকে অনেকদিন ধরেই টুইটারে চুপচাপ লক্ষ্য করি। কিন্তু, এই ভিডিয়োটি দেখে আর নিজের আঙুলগুলোকে থামিয়ে রাখতে পারলাম না। আপনি একজন মজার মানুষ আর আপনার সেন্স অফ হিউমারও দারুণ।" অন্য আরেকজনের কথায়, "ইমনা স্যার, ভারতীয় পোশাকে আপনাকে দারুণ লাগছে।"