Furry Green Snake Found In Thailand: লোমযুক্ত সাপ! আগে কখনও দেখেছেন?

থাইল্যান্ডের পাওয়া গেল লোমযুক্ত সবুজ রঙের সাপের (Furry Green Snake)। স্থানীয়রা এই ধরনের সাপ আগে দেখেনি বলেই জানিয়েছে। থাইগার নিউজ ওয়েবসাইট জানিয়েছে, তু নামে এক স্থানীয় ব্যক্তি উত্তর-পূর্ব থাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশে বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় লোমযুক্ত সাপটিকে দেখতে পান। এরপর সাপটিকে একটি জারে ভরে বাড়িতে নিয়ে যান তিনি।

Furry Green Snake Found In Thailand (Video: Facebook)

থাইল্যান্ডে পাওয়া গেল লোমযুক্ত সবুজ রঙের সাপের (Furry Green Snake)। স্থানীয়রা এই ধরনের সাপ আগে দেখেনি বলেই জানিয়েছে। থাইগার নিউজ ওয়েবসাইট জানিয়েছে, তু নামে এক স্থানীয় ব্যক্তি উত্তর-পূর্ব থাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশে বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় লোমযুক্ত সাপটিকে দেখতে পান। এরপর সাপটিকে একটি জারে ভরে বাড়িতে নিয়ে যান তিনি।

বাড়িতে নিয়ে যাওয়ার পর ২ ফুট লম্বা সাপটিকে জলে ভরা একটি পাত্রে রেখে দেওয়া হয়েছিল। খাদ্য হিসেবে ছোট ছোট মাছ দেওয়া হয়েছিল সাপটিকে। আরও পড়ুন: Viral Video: একদল মহিষের ভয়ে তরতরিয়ে গাছে উঠছে সিংহ, দেখুন ভাইরাল ভিডিয়ো

দেখুন ভিডিও: 

জানা গিয়েছে, এই ধরনের সাপ কম বিষাক্ত। এদের দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা পাওয়া যায়। এই নিশাচর সাপগুলি প্রধানত ছোট ব্যাঙ এবং মাছ খেয়ে বেঁচে থাকে।



@endif