IPL Auction 2025 Live

Kanpur: কানপুরের রাস্তায় কচুরি-সিঙারা, পান বিক্রেতারা দশ লক্ষ টাকার মালিক, আয়কর দফতরের তদন্তে উঠে এল তথ্য

উত্তরপ্রদেশের কানপুরে ওরা কেউ বিক্রি করে পান, কেউ কচুরি-সিঙারা, কেউ আবার ভেলপুরি-চাট মশলা। এইসব বিক্রি করেই কানপুরের রাস্তায় দোকান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, মিলিয়েনিয়ারের সন্ধান পেল আয়কর দফতর।

Image used for representational purpose only | (Photo Credits: PTI)

কানপুর, ২৪ জুলাই: উত্তরপ্রদেশের কানপুরে ওরা কেউ বিক্রি করে পান, কেউ কচুরি-সিঙারা, কেউ আবার ভেলপুরি-চাট মশলা। এইসব বিক্রি করেই কানপুরের রাস্তায় দোকান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, মিলিয়েনিয়ারের সন্ধান পেল আয়কর দফতর। কোনও রকম কর, জিএসটি ছাড়াই উত্তরপ্রদেশে কজন ব্যবসা করছেন, এই বিষয়ে গোপনে তদন্ত করতে নেমে এই তথ্যই পেলেন আয়কর কর্তারা।

আয়কর দফতরের কর্তারা গোপনে খবর পান, কানপুরে বেশ কিছু রিয়েল এস্টেট ধনী ব্যবসায়ীরা রাস্তার ধারে ঘুরপথে ব্যবসা করছেন। তারা দৈনিক মজুরির ভিত্তিতে সস্তায় লোক রেখে ওইসব রাস্তার ধারের পান, কচুরি-সিঙারার দোকানে টাকা বিনিয়োগ করে কোনওরকম কর-জিএসএটি না দিয়েই মোটা টাকার ব্যবসা করছেন। সেই তদন্তে নেমে দেখা গিয়েছে ৬৫টি খুচরো ছোট দোকান ও ছোট স্টল থেকে ব্যবসা করেই ব্যবসায়ীরা দশ লক্ষ টাকার বেশি সম্পত্তি করেছেন।

তদন্তে দেখা গিয়েছে, রাস্তার ধারে দোকান করা ছোট্ট ব্যবসায়ীরা কানপুরের স্বরূপনগর, আরিয়ানগর, হুলাগঞ্জ, বিরহানা রোডস গুমতি, পিরদের-এর মত অভিজাত এলাকায় ফ্ল্যাটও কিনেছেন। যেখানে শুধুমাত্র উচ্চবিত্তরা থাকেন।