Monkey Ran Away With Mathura DM Glasses: খোদ জেলাশাসকের চশমা নিয়ে চম্পট বাঁদরের, অনুনয়-বিনয়ের পর পাওয়া গেল ফেরৎ; দেখুন ভিডিও
উত্তরপ্রদেশের মথুরাতে বাঁদরের (Monkeys) উৎপাতে শুধু সাধারণ মানুষই নয়, সরকারি আধিকারিকরাও সমস্যায় পড়েন। মথুরায় বাঁদরের আতঙ্কে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। কখনও বাঁদররা মানুষকে আক্রমণ করে, আবার কখনও তাদের জিনিসপত্র তুলে নিয়ে পালিয়ে যায়। এবার বাঁদরের সন্ত্রাসের শিকার হলেন মথুরার জেলাশাসক নবনীত চাহাল (Mathura DM navneet chahal)। তাঁর চশমা (Glasses) নিয়ে বাঁদরের দল পালিয়ে যায়। অনেক চেষ্টার পর চশমাটা ফিরিয়ে আনা হয়। এর ভিডিও সোশাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল (Viral Video) হচ্ছে।
মথুরা, ২১ অগাস্ট: উত্তরপ্রদেশের মথুরাতে বাঁদরের (Monkeys) উৎপাতে শুধু সাধারণ মানুষই নয়, সরকারি আধিকারিকরাও সমস্যায় পড়েন। মথুরায় বাঁদরের আতঙ্কে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। কখনও বাঁদররা মানুষকে আক্রমণ করে, আবার কখনও তাদের জিনিসপত্র তুলে নিয়ে পালিয়ে যায়। এবার বাঁদরের সন্ত্রাসের শিকার হলেন মথুরার জেলাশাসক নবনীত চাহাল (Mathura DM Navneet Chahal)। তাঁর চশমা (Glasses) নিয়ে বাঁদরের দল পালিয়ে যায়। অনেক চেষ্টার পর চশমাটা ফিরিয়ে আনা হয়। এর ভিডিও সোশাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল (Viral Video) হচ্ছে।
বাঁকে বিহারী মন্দিরে দুর্ঘটনার পরে ঘটনার খোঁজ নিতে বৃন্দাবনে (Vrindavan) গিয়েছিলেন মথুরার জেলাশাসক নবনীত চাহাল। আচমকা তাঁর চোখ থেকে চশমা খুলে নিয়ে পালিয়ে যায় একটি বাঁদর। তার সঙ্গে ছিল আরও কয়েকজন সাঙ্গপাঙ্গ। তারা একটি উঁচু জায়গায় উঠে বসে থাকে।
দেখুন ভিডিও:
জেলাশাসকের সঙ্গে অন্যান্য কর্মকর্তা ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। যদিও কেউ কিছু করতে পারেননি। সবাই বাঁদরের কাছ থেকে চশমা উদ্ধারের চেষ্টা চালিয়ে যান। খাবার থেকে শুরু করে হরেক রকমের লোভ দেওয়া হলেও বাঁদর চশমা হাতছাড়া করেনি। এভাবে অনেকক্ষণ সময় চলে যায়। অবশেষে অনেক অনুনয়-বিনয়ের পর জেলাশাসকের চশমা ফিরিয়ে দেয় বাঁদররা।