Viral Video: বস্তা ভর্তি কয়েন দিয়ে আইফোন ১৫ কিনলেন এই ব্যক্তি, দেখুন ভাইরাল ভিডিও

এক ক্রেতা ভিক্ষুক সেজে বস্তা ভর্তি কয়েন দিয়ে আইফোন ১৫ কিনতে বেরোন, কী ঘটল দেখুন।

Beggar Goes To Buy iPhone 15 (Photo Credit: Instagram)

বস্তা ভর্তি কয়েন দিয়ে আইফোন ১৫ কিনলেন এক ব্যক্তি। সম্প্রতি 'এক্সপেরিমেন্ট কিং' নামে ইনস্টাগ্রাম চ্যানেলের পক্ষ থেকে একটি সামাজিক পরীক্ষা চালায়। ভিডিওতে দেখা যায়, এক ক্রেতা ভিক্ষুক (Beggar) সেজে বস্তা ভর্তি খুচরো টাকা দিয়ে আইফোন ১৫  (iPhone 15) কিনতে বেরোন, তবে অনেক মোবাইল স্টোরেই তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আবার অনেকে কয়েন নিতে অস্বীকার করে। একটি দোকান শেষ পর্যন্ত কয়েন নিতে রাজি হয়। এরপর ওই ব্যক্তি সেই দোকানের মেঝেতে বস্তা ভর্তি কয়েন ঢেলে দোকানের কর্মীদের হাতে তুলে দিতে দেখা যায়। এরপর ভিক্ষুক সাজা ওই ব্যক্তি দোকানের মালিকের সঙ্গে একটি ছবিও তোলেন। পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

দেখুন

 

View this post on Instagram

 

A post shared by Experiment King (@experiment_king)



@endif