Man Catches King Cobra: হাত দিয়ে ধরলেন বিষধর কিং কোবরা, দেখুন ভাইরাল ভিডিয়ো
থাইল্যান্ডের ওই ব্যক্তির ভিডিয়ো ভাইরাল হতেই সেই সম্পর্কে একটি খবর ছড়িয়ে পড়ে। যেখানে জানা যায়, ওই ব্যক্তি সাপটিকে ধরে আবার জঙ্গলে ছেড়ে দেন। জঙ্গল থেকে খাবারের সন্ধানে সাপ বাইরে বেরিয়ে এলেও, ওই ব্যক্তি তাকে ধরে ফের নিরাপদ আস্তানায় ফিরিয়ে দেন।
হাত দিয়ে ধরে নিলেন কিং কোবরা। ওই ব্য়ক্তি প্রায় হাসতে হাসতেই কিং কিং কোবরার মতো বিষধর সাপের দিকে এগিয়ে যান এবং তা ধরে ফেলেন। থাইল্যান্ডের ক্রবি আইল্যান্ড থেকে সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে। ৪.৫ মিটার (১৪ ফিট) লম্বা ওই কিং কোবরা ধরতে প্রায় ২০ মিনিট সময় লাগে ওই ব্যক্তির। ১৪ ফিটের ওই কিং কোবরা ধরতে কগিয়ে তিনি বার বার অসফল হলেও, আশা ছাড়েননি। শেষ পর্যন্ত হাত দিয়ে অবলীলাক্রমে ওই কিং কোবরাকে (Snake) ধরে হাসতে হাসতে সবার সামনে চলে আসেন ওই ব্যক্তি। দেখুন সেই ভিডিয়ো...
থাইল্যান্ডের (Thailand) ওই ব্যক্তির ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই সেই সম্পর্কে একটি খবর ছড়িয়ে পড়ে। যেখানে জানা যায়, ওই ব্যক্তি সাপটিকে ধরে আবার জঙ্গলে ছেড়ে দেন। জঙ্গল থেকে খাবারের সন্ধানে সাপ বাইরে বেরিয়ে এলেও, ওই ব্যক্তি তাকে ধরে ফের নিরাপদ আস্তানায় ফিরিয়ে দেন।
তবে তিনি যেভাবে সাপ (King Cobra) ধরেছেন, সেই পদ্ধতি যেন কেউ অনুকরণ করতে না যান। অনেক দিনের পরিশ্রম এবং টানা অধ্যাবসায়ের জেরেই তিনি ওই কায়দা রপ্ত করতে পেরেছেন বলে জানান থাইল্যান্ডের ওই ব্যক্তি।