নাকে জল টেনে চোখে ফোয়ারা ছোটালেন কুংফু মাস্টার, ভিডিও ভাইরাল

চিনের এক কুংফু মাস্টার সত্যিই সত্যিই নাক দিয়ে জল পান করে চোখ দিয়ে বের করলেন। চোখ টানতেই ফিনকি দিয়ে বেরিয়ে এল সেই জল এবং মাটিতে যেখানে পড়ল সেখানেই ফুটল ফুল।

ছবিতে কুংফু মাস্টার ঝাং ইয়াইলং(Photo Credit: Youtube)

নাক দিয়ে কেউ জল পান করছেন, শুনেই মনে হচ্ছে ঢপ দিচ্ছি। আরে না এমনটা ভাববেন না। চিনের এক কুংফু মাস্টার(Kung Fu Master) সত্যিই সত্যিই নাক দিয়ে জল পান করে চোখ দিয়ে বের করলেন। চোখ টানতেই ফিনকি দিয়ে বেরিয়ে এল সেই জল এবং মাটিতে যেখানে পড়ল সেখানেই ফুটল ফুল। এটা নাকি একটি পুরনো মার্শাল আর্ট(Martial arts)। একইভাবে নাক দিয়ে দুধ পান করে চোখ দিয়ে বের করা হল। তাতে তৈরি হল চিনের এক প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি। কেমন যেন বিশ্বাস হচ্ছে না তাই না। চলুন আসল ঘটনাটিতে চোখ বুলিয়ে নিই।

চিনের এই কুং ফু মাস্টার ঝাং ইয়াইলং(Zhang Yilong)জানাচ্ছেন, এটি আসলে মার্শাল আর্টের একটি পুরনো কায়দা। দুরকম মার্শাল আর্টের প্রদর্শন করেছেন তিনি। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, কীভাবে গ্লাসের জল নাক দিয়ে টেনে নিচ্ছেন তিনি। মনে আছে, একসময় এদেশে গণেশের দুধ পান অবাক করেছিল ভক্তদের? গণেশ মূর্তি(Lord Ganesha) কীভাবে লিটার লিটার দুধ পান করে ফেলছেন, কেউ বুঝতেই পারছিলেন না। ঠিক সেভাবেই নাক দিয়ে জল টেনে নিচ্ছেন ঝাং। তবে পান করার জন্য নয়, সে জল সোজা চলে যাচ্ছে তাঁর চোখের এক কোণে। আর চোখ টেনে ধরতেই ফিনকি দিয়ে বেরিয়ে আসছে সেই জল। সেই জল গোলাপ গাছে গিয়ে পড়তেই ফুল ফুটে উঠছে।

দ্বিতীয় আর্টটি আরও কঠিন। নাক দিয়ে এবার দুধ পান করছেন তিনি। আর চোখ দিয়ে সেটি বের করে একটি কাগজের উপর চিনা(China) একটি চরিত্র ফুটিয়ে তুলছেন তিনি। সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ঝাংয়ের এমন কেরামতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন। কিন্তু কীভাবে তিনি করছেন এমনটা? উত্তরে ঝাং জানান, নাক দিয়ে পানীয় শরীরের ভিতর গেলে সেটি যদি মুখ দিয়ে বেরিয়ে আসতে না পারে, তাহলে নাকে একটা চাপ সৃষ্টি হয়। তাই এটি চোখে দিয়ে বের হয়। যদিও কোনও প্রশিক্ষণ ছাড়া এমন কিছু বাড়িতে পরীক্ষা না করার পরামর্শই দিচ্ছেন ঝাং।



@endif