Lord Shiva GIF Sticker Row: শিব ঠাকুরের হাতে ওয়াইনের গ্লাস! ক্ষোভের মুখে ইনস্টাগ্রাম

শিব ঠাকুরের হাতে ওয়াইনের গ্লাস৷ এমনই GIF তৈরি করে এখন ভারতীয় নেটিজেনদের চক্ষুশূল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম৷ একজন ইনস্টার সার্চ অপশনে শিব ঠাকুরের নাম রেখে সার্চ করতেই বেরিয়ে পরে এই GIF৷

ইনস্টাগ্রাম (File Photo)

শিব ঠাকুরের হাতে ওয়াইনের গ্লাস৷ এমনই GIF তৈরি করে এখন ভারতীয় নেটিজেনদের চক্ষুশূল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম৷ একজন ইনস্টার সার্চ অপশনে শিব ঠাকুরের নাম রেখে সার্চ করতেই বেরিয়ে পরে এই GIF৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে৷ টুইটারে গিয়ে ইনস্টার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ইউজাররা৷ এহেন GIF তৈরি করে যে আসলে ভারতীয় ইউজারদের ধর্মীয় আবেগের উপরে আঘাত হানা হয়েছে, তা মনে করাতে ছাড়েননি নেটিজেনরা৷ আরও পড়ুন-Rakesh Tikait: মমতার সঙ্গে বৈঠক, রাজ্যে এলেন কৃষক নেতা রাকেশ তিকায়িত

এর আগে একইভাবে কর্ণাটকবাসীর ক্ষোভের মুখে পড়ে অ্যামাজন ও গুগল৷ অ্যামাজনের কানাডা সাইটে বিক্রি হচ্ছে কর্ণাটকের পতাকা রঙের বিকিনি৷ বিষয়টি প্রকাশে আসতেই কর্ণাটকীদের রোষের মুখে পড়ে ই-কমার্স সংস্থা অ্যামাজন৷ কিছুদিন আগে একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সার্চ ইঞ্জিন গুগলকেও৷ গুগলের সার্চ রেজাল্টে কন্নড় ভাষাকে ভারতের কুরুচীপূর্ণ ভাষা হিসেবে দেখানো হয়েছে৷   এনিয়েও কম বিক্ষোভ হয়নি৷ এবার শিব ঠাকুরের হাতে ওয়াইনের গ্লাস ধরিয়ে একই পরিস্থিতির মুখে ইনস্টাগ্রাম৷