Indian woman Anju: প্রেমের টানে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া ভারতীয় অঞ্জু দেশে ফিরছেন!
পাকিস্তান সরকারের থেকে এনওসি (No-Objection Certificate) মিললেই দেশে ফিরবেন অঞ্জু।
নয়াদিল্লি: অঞ্জু নামে এক ৩৪ বছর বয়সী ভারতীয় মহিলা প্রেমের টানে দেশ ছেড়েছিলেন। সীমান্ত পার করে পাকিস্তানে (Pakistan) পৌঁছেছিলেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। রাজস্থানের ভিওয়াড়ি জেলার বাসিন্দা অঞ্জুর (Anju) সঙ্গে পাকিস্তানের ২৯ বছর বয়সী এক যুবকের আলাপ হয় ফেসবুকের মাধ্যমে। সেখান থেকেই প্রেম। দুই সন্তানের মা অঞ্জু তাঁর স্বামীকে গত জুলাই মাসে জানান যে কাজের সূত্রে দিনকয়েকের জন্য জয়পুর যাচ্ছেন, কিন্তু জয়পুর নয়, অঞ্জু সোজা পাকিস্তানে পৌঁছে গিয়েছেলেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। এরপর আগস্ট মাসে অঞ্জুর ভিসার মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছিল পাকিস্তান সরকার। অঞ্জু সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেসবুকে আলাপ হওয়া নাসরুল্লাহ নামের যুবককে বিয়ে করেন। বিয়ের পর অঞ্জু তার নাম পরিবর্তন করে ফাতিমা রাখেন। আরও পড়ুন: Matrimonial ad for the Influencer: রিল বানানোর জন্যে ‘পাত্র’ চাই, বিজ্ঞাপন দিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অঞ্জুর পাকিস্তানি স্বামী সে দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতে শিশুদের সঙ্গে দেখা করার জন্য তাঁরা এনওসি (No-Objection Certificate) চেয়েছেন। পাকিস্তান সরকারের অনুমোদন পেলেই অঞ্জু দেশে ফিরবে। তিনি আরও বলেন, ‘অঞ্জু ভারতে তাঁর সন্তানদের সঙ্গে দেখা করে পাকিস্তানে ফিরবেন। কারণ পাকিস্তানেই এখন তাঁর বাড়ি।’
দেখুন