Viral News: স্বামীকে ছেড়ে পালিয়ে মহিলার বিয়ে প্রেমিককে, পাল্টা সেই প্রেমিকের স্ত্রীকে সিঁদুর পরালেন স্বামী
শোধ বলে শোধ! একেবারে মোক্ষম জবাব বলা যায়। এক বিবাহিত মহিলা তাঁর স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন।
শোধ বলে শোধ! একেবারে মোক্ষম জবাব বলা যায়। এক বিবাহিত মহিলা তাঁর স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন। এর জবাব দিতে তাঁর স্ত্রী যার সঙ্গে পালিয়েছিলেন, সেই ব্যক্তির স্ত্রী-কে বিয়ে করলেন সেই স্বামী। কথাগুলো লিখে নিজেরই বিভ্রাট হওয়ার জোগাড়। পাঠকের তো হবেই। তাহলে আরও একটা সোজা করে বলার চেষ্টা করা যাক।
বিহারের খাগারিয়া জেলায় এক চমকে দেওয়ার মত ঘটনা ঘটে। ২০০৯ সালে নিরাজ নামের এক ব্যক্তি বিয়ে করেছিলেন রুবি দেবী নামের এক মহিলাকে। তাঁদের পরে চারটি সন্তান হয়। কিন্তু কয়েক বছর পরে নিরাজ জানতে পারে তাঁর স্ত্রী-র সঙ্গে মুকেশ নামের এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। আরও পড়ুন-বৃদ্ধার সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা, রুখে দাঁড়াল নাতনি, সাহসিকতার জয়জয়কার
গত বছর নিরাজকে ছেড়ে রুবি পালিয়ে বিয়ে করে মুকেশকে। মুকেশও রুবীর মতই বিবাহিত। সে তার স্ত্রী-র সঙ্গ ছেড়ে পালিয়ে ফের বিয়ে করে। নিরাজ এরপর মুকেশের স্ত্রী-র সঙ্গে ভাব জমায়। মজার কথা মুকেশের স্ত্রী-র নামও রুবী দেবী। গত মাসে নিরাজ বিয়ে করে মুকেশের প্রাক্তন স্ত্রী রুবিকে।