Andhra Pradesh Shocker: ক্লাসে দুষ্টুমি করার শাস্তি, বেঞ্চের সঙ্গে ২ পড়ুয়াকে বেঁধে রাখলেন প্রধান শিক্ষক
ক্লাসে মনোযোগ দেয়নি, তাই শাস্তি স্বরূপ বেঞ্চের সঙ্গে দুই পড়ুয়াকে কষে বাঁধলেন প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদারি ডিভিশনের মাসানামপেট্টা স্কুলে। এহেন কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রধান শিক্ষকের নাম শ্রীদেবী। আর শাস্তি পাওয়া দুই পড়ুয়ার একজন তৃতীয় শ্রেণির পড়ুয়া। অন্যজন পঞ্চম শ্রেণি। দুজনেই ক্লাসের মধ্যে হাতহাতি করছিল। এই বেঁধে রাখার ভিডিও ভাইরাল হতেই স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে।
অনন্তপুর, ২৯ নভেম্বর: ক্লাসে মনোযোগ দেয়নি, তাই শাস্তি স্বরূপ বেঞ্চের সঙ্গে দুই পড়ুয়াকে কষে বাঁধলেন প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদারি ডিভিশনের মাসানামপেট্টা স্কুলে। এহেন কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রধান শিক্ষকের নাম শ্রীদেবী। আর শাস্তি পাওয়া দুই পড়ুয়ার একজন তৃতীয় শ্রেণির পড়ুয়া। অন্যজন পঞ্চম শ্রেণি। দুজনেই ক্লাসের মধ্যে হাতহাতি করছিল। এই বেঁধে রাখার ভিডিও ভাইরাল হতেই স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। পৌর কমিশনার ও জেলা শাসকের নির্দেশে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনায় পুরসভার অধীনে থাকা প্রাইমারি স্কুলটি নিয়ে এলাকায় শোরগোল পড়েছে। আরও পড়ুন-Rahul Sinha On By Election Result: ইভিএম জালিয়াতি করে ভোটে জিতেছে তৃণমূল, তোপ দাগলেন রাহুল সিনহা
রাজ্যের শিশু সুরক্ষা বিভাগের চেয়ারপার্সন জি হিমাবতী বলেছেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। ঘটনাটি খুটিয়ে দেখার জন্য এনিয়ে একটি নোটিস ইস্যু হয়েছে। সেই মর্মে জেলা শাসককে নির্দেশও দেওয়া হয়েছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পর যথাযথ পদক্ষেপ নিতে হবে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ৮২ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরর দাবি করেছেন।