IPL Auction 2025 Live

Video: রাস্তায় আগুনের ফুলকি, ধাক্কা দিয়ে মোটরবাইকে ১০০ মিটার টেনে নিয়ে গেল গাড়ি

শনিবার সচিন কুমার নামে এক ফার্মাসিস্ট বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। গুরুগ্রামের ঝারসা সেতুর পাশে দাঁড়িয়ে সচিন এবং বন্ধু যখন কথা বলছিলেন, সেই সময় একটি গাড়ি এসে বাইকে ধাক্কা দেয়। বাইক থেকে সচিন এবং তাঁর বন্ধু রাস্তার পাশে ছিটকে পড়লে, তাঁরা আহত হন।

Car Accident (Photo Credit: Youtube)

হরিয়ানার (Haryana) গুরুগ্রাম (Gurugram) থেকে একটি ভয়াবহ ভিডিয়ো উঠে এল। রাতের গুরুগ্রামে রাস্তার উপর দাঁড় করানো একটি বাইককে ধাক্কা মারে একটি গাড়ি।  শুধু তাই নয়, বাইকটিকে ধাক্কা দেওয়ার পর সেটিকে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায় চলন্ত গাড়ি।  বাইককে যখন গাড়িটি টেনে নিয়ে যায়, সেখান থেকে আগুনের স্ফূলিঙ্গ উড়তে শুরু করে।  গাড়ির পিছনে যে একটি বাইক রয়েছে, তা চালক অনুভবই করতে পারেননি। মোটর বাইকটি পুরোপুরি ভেঙে যাওয়ার পর, সেটি রাস্তার উপর ক্রমশ গাড়ির পিছন থেকে খুলে পড়ে।  তবে গাড়ি (Car)  চালককে ধরা যায়নি।

জানা যাচ্ছে, শনিবার সচিন কুমার নামে এক  ফার্মাসিস্ট বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। গুরুগ্রামের ঝারসা সেতুর পাশে দাঁড়িয়ে সচিন এবং বন্ধু যখন কথা বলছিলেন, সেই সময় একটি গাড়ি এসে বাইকে ধাক্কা দেয়।  বাইক থেকে সচিন এবং তাঁর বন্ধু রাস্তার পাশে ছিটকে পড়লে, তাঁরা আহত হন।  সচিন বাইক থেকে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যান।  তখনই তাঁর বাইকেটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি।

আরও পড়ুন: Abhishek Banerjee: কয়লা মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের শ্যালিকাকে নোটিশ ইডির

পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।  অন্যদিকে সচিন কুমার এবং তাঁর বন্ধুর চিকিৎসা চলছে হাসপাতালে। দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...