Giant 280 Kg Stingray Caught: জালে ধরা পড়ল ২৮০ কেজির বিরল স্টিং ফিশ, ভাইরাল ছবি

মালয়েশিয়ার (Malaysia) একটি নদী থেকে ধরা পড়ল বিশাল আকারের একটি স্টিংরে মাছ (Stingray)। মাছটির ওজন ২৮০ কেজি। মালয়েশিয়ার সারাওয়াক (Sarawak ) রাজ্যের স্থানীয় জেলেরা এই মাছটি ধরেছেন। মাছের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় ৪ জেলেদের একটি দল সুগাই লুন্ডু মোহনার কাছে নদী থেকে ৪ মিটার চওড়া লম্বা এই মাছটি ধরে।

২৮০ কেজির বিরল স্টিং ফিশ (Photo Credits: Facebook)

মালয়েশিয়ার (Malaysia) একটি নদী থেকে ধরা পড়ল বিশাল আকারের একটি স্টিংরে বা স্টিং মাছ (Stingray)। মাছটির ওজন ২৮০ কেজি। মালয়েশিয়ার সারাওয়াক (Sarawak ) রাজ্যের স্থানীয় জেলেরা এই মাছটি ধরেছেন। মাছের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় ৪ জেলেদের একটি দল সুগাই লুন্ডু মোহনার কাছে নদী থেকে ৪ মিটার চওড়া লম্বা এই মাছটি ধরে।

এক জেলে স্থানীয় একটি প্রতিবেদনে জানিয়েছেন যে, আগেও তারা স্টিংরে মাছ ধরেছে। তবে এই প্রথম এত বিশাল বড় মাছ ধরা পড়েছে। তিনি জানান, মাছটিকে নৌকায় তুলতে তাঁদের দেড়ঘণ্টা সময় লেগেছে। এই মাছ ধরা সহজ কাজ নয়। কারণ বেঁচে থাকার জন্য স্টিংরে মাছ চরম লড়াই করে। পবিত্র রমজান মাসে এই মাছ ধরা পরা উপরওলার আশীর্বাদ বলে অভিহিত করেছেন জেলেরা। আরও পড়ুন: Snake Spotted Inside ATM: এটিএমে সাপ! ভাইরাল ভিডিয়ো

 

4 sekawan tawan pari daun 280kg

LUNDU: Empat nelayan tempatan mengambil masa sejam setengah untuk menaikkan ikan pari...

Posted by Borneo on Thursday, 14 May 2020

চলতি মাসেই বাংলাদেশের চাঁদপুরে পদ্মা নদীতে ধরা পড়েছিল বিশাল আকারের একটি স্টিংরে মাছ। ইলিশ ধরতে পদ্মায় জাল ফেলেছিলেন মত্‍‌স্যজীবীরা। সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায় বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটি ধরা পড়ে। ওজন ছিল প্রায় ১৮৫ কেজি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now